০৫:২১ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

কুয়েট শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বৈষম্যবিরোধী আন্দোলনের মশাল মিছিল

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা সদর উপজেলার নেতাকর্মীরা।  

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে এই মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা সদর উপজেলা শাখার সদস্যসচিব ফাহিম উদ্দিন মভিন মিছিলটির নেতৃত্ব দেন।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা কমিটির যুগ্ম সদস্যসচিব রেজাউল বাশার প্লাবন বলেন, কুয়েটে শিক্ষার্থীদের উপর যে হামলার ঘটনা ঘটেছে, তা পূর্বের নির্মম নির্যাতন ও নিপীড়ন আবার ফেরত এসেছে। ছাত্রলীগের স্টাইলে হামলা করা হয়েছে । গত ৫ আগস্টের পর আমরা আর জাহেলি আমলে ফেরত যেতে চাই না। যারা আবার ছাত্রলীগের মতো হতে চাইবে তাদের বিরুদ্ধে আমরা দাঁড়াবো।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা সদর উপজেলা শাখার সদস্যসচিব ফাহিম উদ্দিন মভিন বলেন, যদি কেউ আবার ছাত্রলীগের মতো ফিরে আসতে চায় বা আমাদের ভাইদের ওপর হামলা চালায়, তবে আমরা তা কখনোই মেনে নেব না। সন্ত্রাসী হামলার মাধ্যমে শিক্ষার্থীদের কণ্ঠ রোধ করা যাবে না। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং দোষীদের দ্রুত বিচারের দাবি করছি। প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব এবং প্রতিহত করব।

এ সময় উপস্থিত ছিলেন,উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহবায়ক ইউশা, মুখ্য সংগঠক মাহাবুব ইসলাম আকাশ, মুখপাত্র মুশফিকুর রহমান, যুগ্ন আহবায়ক সুমন সরদার, সদস্য কাফি, নাহিদ, সৌরভ, নাভিদ, তুহিন, মাসুম, রাব্বি, রাকিব, তৌফিক, মিকাইল, সামিউল প্রমূখ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

এক চাকা নিয়ে ঢাকায় অবতরণ করলো বিমানের ফ্লাইট, নিরাপদে ৭১ যাত্রী

কুয়েট শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বৈষম্যবিরোধী আন্দোলনের মশাল মিছিল

প্রকাশের সময় : ১১:৫৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা সদর উপজেলার নেতাকর্মীরা।  

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে এই মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা সদর উপজেলা শাখার সদস্যসচিব ফাহিম উদ্দিন মভিন মিছিলটির নেতৃত্ব দেন।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা কমিটির যুগ্ম সদস্যসচিব রেজাউল বাশার প্লাবন বলেন, কুয়েটে শিক্ষার্থীদের উপর যে হামলার ঘটনা ঘটেছে, তা পূর্বের নির্মম নির্যাতন ও নিপীড়ন আবার ফেরত এসেছে। ছাত্রলীগের স্টাইলে হামলা করা হয়েছে । গত ৫ আগস্টের পর আমরা আর জাহেলি আমলে ফেরত যেতে চাই না। যারা আবার ছাত্রলীগের মতো হতে চাইবে তাদের বিরুদ্ধে আমরা দাঁড়াবো।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা সদর উপজেলা শাখার সদস্যসচিব ফাহিম উদ্দিন মভিন বলেন, যদি কেউ আবার ছাত্রলীগের মতো ফিরে আসতে চায় বা আমাদের ভাইদের ওপর হামলা চালায়, তবে আমরা তা কখনোই মেনে নেব না। সন্ত্রাসী হামলার মাধ্যমে শিক্ষার্থীদের কণ্ঠ রোধ করা যাবে না। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং দোষীদের দ্রুত বিচারের দাবি করছি। প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব এবং প্রতিহত করব।

এ সময় উপস্থিত ছিলেন,উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহবায়ক ইউশা, মুখ্য সংগঠক মাহাবুব ইসলাম আকাশ, মুখপাত্র মুশফিকুর রহমান, যুগ্ন আহবায়ক সুমন সরদার, সদস্য কাফি, নাহিদ, সৌরভ, নাভিদ, তুহিন, মাসুম, রাব্বি, রাকিব, তৌফিক, মিকাইল, সামিউল প্রমূখ।