জোরপূর্বক ক্ষমতা প্রয়োগ ও আর্থিক লেনদেনের অভিযোগে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আফজালুর রহমান সবুজকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহ দপ্তর সম্পাদক কাউছার আহমেদ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিক্ষপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আপনি দামুড়হুদা উপজেলা ছাত্রদলের আহবায়ক এর মত দায়িত্বশীল পদে আসীন থেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের মত গুরুতর অভিযোগ থাকায় আপনার বিরুদ্ধে কেন শাস্তিমূলক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে আগামী তিন দিনের মধ্যে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত জবাব দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি শাহাজান খান সাধারণ ও সাধারণ সম্পাদক মোমিন মালিতা এই নির্দেশ প্রদান করেছেন।
এএইচ