০৪:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আ.লীগের লিফলেট বিতরণকালে ২ জন আটক

আওয়ামী লীগের লিফলেট বিতরণকালে শাহাদাত ও মিতা নামের দুই সমর্থককে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা আটক করে পুলিশে দিয়েছেন।

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা সাব-রেজিস্টার কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

আটককৃত শাহাদাত হোসেন ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার চরকুমারিয়া ইউনিয়নের দেওয়ান কান্দি গ্রামের ফারুক গোলদারের ছেলে ও ফাতেমা জাহান মিতা একই ইউনিয়নের চরচান্দা গ্রামের কাঞ্চন ঢালীর মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ১০-১২ জনের একটি দল সাব-রেজিস্টার কার্যালয়ের সামনে বিভিন্ন চায়ের দোকান ও যানবাহনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের লিফলেট বিতরণ করে।

এসময় বিএনপি নেতাকর্মীরা টের পেয়ে তাদেরকে আটক করার চেষ্টা করলে সবাই পালিয়ে যেতে পারলেও আটক হোন শাহাদাত হোসেন ও ফাতেমা জাহান মিতা নামে দুইজন। তাদের দলে কোনো পদ-পদবী না থাকলেও তারা দুইজনই আওয়ামী লীগের সমর্থক। পরে তাদেরকে ভেদরগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

মহিষার ইউনিয়ন যুবদল নেতা কাদির ঢালী বলেন, লিফলেট বিতরণকালে প্রথমে আমি তাদেরকে আটকাই। পরে স্থানীয়রাও আমার সঙ্গে যোগ দেয়। এরপর পুলিশ তাদেরকে আটক করেছে।

ভেদরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (ওসি) পারভেজ হাসান সেলিম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আওয়ামী লীগের লিফলেট বিতরণকালে লিফলেটসহ দুইজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এএইচ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় পাঁচ দফা দাবিতে ইসলামী আন্দোলনের বি ক্ষো ভ সমাবেশ

আ.লীগের লিফলেট বিতরণকালে ২ জন আটক

প্রকাশের সময় : ১২:৫৭:২৭ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫

আওয়ামী লীগের লিফলেট বিতরণকালে শাহাদাত ও মিতা নামের দুই সমর্থককে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা আটক করে পুলিশে দিয়েছেন।

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা সাব-রেজিস্টার কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

আটককৃত শাহাদাত হোসেন ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার চরকুমারিয়া ইউনিয়নের দেওয়ান কান্দি গ্রামের ফারুক গোলদারের ছেলে ও ফাতেমা জাহান মিতা একই ইউনিয়নের চরচান্দা গ্রামের কাঞ্চন ঢালীর মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ১০-১২ জনের একটি দল সাব-রেজিস্টার কার্যালয়ের সামনে বিভিন্ন চায়ের দোকান ও যানবাহনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের লিফলেট বিতরণ করে।

এসময় বিএনপি নেতাকর্মীরা টের পেয়ে তাদেরকে আটক করার চেষ্টা করলে সবাই পালিয়ে যেতে পারলেও আটক হোন শাহাদাত হোসেন ও ফাতেমা জাহান মিতা নামে দুইজন। তাদের দলে কোনো পদ-পদবী না থাকলেও তারা দুইজনই আওয়ামী লীগের সমর্থক। পরে তাদেরকে ভেদরগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

মহিষার ইউনিয়ন যুবদল নেতা কাদির ঢালী বলেন, লিফলেট বিতরণকালে প্রথমে আমি তাদেরকে আটকাই। পরে স্থানীয়রাও আমার সঙ্গে যোগ দেয়। এরপর পুলিশ তাদেরকে আটক করেছে।

ভেদরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (ওসি) পারভেজ হাসান সেলিম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আওয়ামী লীগের লিফলেট বিতরণকালে লিফলেটসহ দুইজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এএইচ