চুয়াডাঙ্গায় জনপ্রিয় মিষ্টান্ন ভাণ্ডার ‘খন্দকার সুইটস’ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি) অনিয়মের অভিযোগের জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা জরিমানা করে।
অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। এ সময় ক্যাব সদস্য, ছাত্র প্রতিনিধি ও সহযোগিতায় জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

অভিযান সুত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত মেয়াদ উত্তীর্ণ ফ্লেভার ব্যবহার করে মিষ্টি তৈরি করে আসছিল মেসার্স খন্দকার সুইটস। এরই ধারাবাহিকতায় বুধবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর প্রতিষ্ঠানে তদারকি করেন। পরে মেয়াদ উত্তীর্ণ ফ্লেভার ব্যবহারের সত্যতা পান। এরপরই ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানের মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, জনস্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
এএইচ