০৯:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

দফায় দফায় সংঘর্ষ : ৭ কলেজ শিক্ষার্থীদের সমর্থনে জড়ো হচ্ছেন ইডেন শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা কলেজসহ সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় হল ছেড়ে মূল সড়কে নেমে এসেছেন ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা।

এসময় তারা ঢাবি শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন।

কলেজ প্রশাসন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে তাদের উদ্দেশ্যেও ক্ষিপ্ত হয়ে ওঠেন তারা।

রোববার (২৬ জানুয়ারি) দিবাগত রাতে রাজধানীর নীলক্ষেত মোড় ও ইডেন মহিলা কলেজ এলাকায় এই চিত্র দেখা গেছে।

ইডেন কলেজ শিক্ষার্থীরা বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অন্যায়ভাবে সাত কলেজের শিক্ষার্থীদের উপর হামলা করেছে। এমনকি তারা সাত কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থীকে আটকে রেখেছে বলেও শোনা যাচ্ছে। তাই আমরা আমাদের ভাইদের সহযোগিতার জন্য বের হয়েছি।

তবে এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ইডেন শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করতেও দেখা গেছে। তবে কোনোভাবেই যেন থামানো যাচ্ছে না তাদের।

শারমিন আক্তার নামক এক শিক্ষার্থী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা আমাদের ক্যাম্পাসের সামনে পর্যন্ত চলে এসেছে। এরকম দুঃসাহস তারা কেন দেখাবে? কেন তারা আমাদের ভাইদের মারধর করবে? আমরা এর উপযুক্ত বিচার চাই। আমরা আমাদের ভাইদের সহযোগিতা করার জন্য নীলক্ষেত মোড়ে যাবে। কেউ বাধা দিলে পরিণাম ভয়াবহ হবে।

আইরিন সুলতানা নামক আরেক শিক্ষার্থী বলেন, একটা যৌক্তিক আন্দোলনে কেন হামলা হবে? আমরা এর জবাব চাই। যতোক্ষণ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসীদের বিচার না করা হবে, ইডেন কলেজের মেয়েরা হলে ফিরে যাবে না। আমাদের সাথে বদরুন্নেসার মেয়েরাও আছে।

এএইচ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

এক চাকা নিয়ে ঢাকায় অবতরণ করলো বিমানের ফ্লাইট, নিরাপদে ৭১ যাত্রী

দফায় দফায় সংঘর্ষ : ৭ কলেজ শিক্ষার্থীদের সমর্থনে জড়ো হচ্ছেন ইডেন শিক্ষার্থীরা

প্রকাশের সময় : ০১:০৭:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা কলেজসহ সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় হল ছেড়ে মূল সড়কে নেমে এসেছেন ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা।

এসময় তারা ঢাবি শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন।

কলেজ প্রশাসন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে তাদের উদ্দেশ্যেও ক্ষিপ্ত হয়ে ওঠেন তারা।

রোববার (২৬ জানুয়ারি) দিবাগত রাতে রাজধানীর নীলক্ষেত মোড় ও ইডেন মহিলা কলেজ এলাকায় এই চিত্র দেখা গেছে।

ইডেন কলেজ শিক্ষার্থীরা বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অন্যায়ভাবে সাত কলেজের শিক্ষার্থীদের উপর হামলা করেছে। এমনকি তারা সাত কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থীকে আটকে রেখেছে বলেও শোনা যাচ্ছে। তাই আমরা আমাদের ভাইদের সহযোগিতার জন্য বের হয়েছি।

তবে এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ইডেন শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করতেও দেখা গেছে। তবে কোনোভাবেই যেন থামানো যাচ্ছে না তাদের।

শারমিন আক্তার নামক এক শিক্ষার্থী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা আমাদের ক্যাম্পাসের সামনে পর্যন্ত চলে এসেছে। এরকম দুঃসাহস তারা কেন দেখাবে? কেন তারা আমাদের ভাইদের মারধর করবে? আমরা এর উপযুক্ত বিচার চাই। আমরা আমাদের ভাইদের সহযোগিতা করার জন্য নীলক্ষেত মোড়ে যাবে। কেউ বাধা দিলে পরিণাম ভয়াবহ হবে।

আইরিন সুলতানা নামক আরেক শিক্ষার্থী বলেন, একটা যৌক্তিক আন্দোলনে কেন হামলা হবে? আমরা এর জবাব চাই। যতোক্ষণ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসীদের বিচার না করা হবে, ইডেন কলেজের মেয়েরা হলে ফিরে যাবে না। আমাদের সাথে বদরুন্নেসার মেয়েরাও আছে।

এএইচ