নিউ ইংল্যান্ড রেভুলেশনের বিপক্ষে ৮ এপ্রিল স্থানীয় ক্লাব মেজর লিগ সকারে খেলার কথা রয়েছে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির। এরই মধ্যে বিক্রি হয়ে গেছে এই ম্যাচের ৬০ হাজার টিকিট।
Thank you for reading this post, don't forget to subscribe!বাকি ৫ হাজার টিকিট বিক্রি হয়ে গেলেই জিলেট স্টেডিয়ামে ফুটবল তো বটেই, যেকোনো খেলাতেই দর্শক উপস্থিতির রেকর্ড হয়ে যাবে।
যুক্তরাষ্ট্রের নিউ ইংল্যান্ড অঞ্চলের সবচেয়ে জনবহুল রাজ্য ম্যাসাচুসেটসে। মায়ামিতে যোগ দেওয়ার পর এই প্রথম সেখানে যাবেন মেসি।
এই মাঠে এর আগে ফুটবল ম্যাচে সবচেয়ে বেশি দর্শক হয়েছিল ২০০২ সালে এমএলএস কাপে। নিউ ইংল্যান্ড রেভুলেশনের বিপক্ষে লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির সেই ম্যাচে ৬১ হাজার ৩১৬ জন দর্শক মাঠে বসে খেলা দেখেছিলেন।
আন্তর্জাতিক ম্যাচে সর্বোচ্চ দর্শক হয়েছিল ১৯৯৭ সালে যুক্তরাষ্ট্র ও মেক্সিকো ম্যাচে। ৫৭ হাজার ৮৭৭ জন দর্শক দেখেছিলেন সেই ম্যাচ।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফুটবল লিগ এনএফএলের দল নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টসের ঘরের মাঠ এই জিলেট স্টেডিয়াম। ছয়টি সুপারবোল জেতা দলটিও এক ম্যাচে এত দর্শক টানতে পারেনি যতটা মেসির টানে আসছেন এই মাঠে।
এএইচ