০৫:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সুপার ফোরে যেতে বাংলাদেশের সামনে কঠিন সমীকরণ 

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:৩২:৪২ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • ১২১ Views

টানা তিন সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়ে এশিয়া কাপ অভিযানে নেমেছিল বাংলাদেশ। হংকংকে হারিয়ে দারুণ শুরু পেলেও গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটে হেরে গেছে বাংলাদেশ। বাজেভাবে হারের ফলে সুপার ফোরের সমীকরণটাও বেশ কঠিন হয়ে গেছে টাইগারদের জন্য। বাকি থাকা ম্যাচে কার্যত আফগানদের বিপক্ষে এখন জয় ছাড়া কোনো বিকল্প নেই বাংলাদেশের।

লিটন-মুস্তাফিজদের জন্য সুপার ফোরের পথ খোলা রাখতে লঙ্কানদের বিপক্ষে জয় দরকার ছিল। যদিও সেখানে এসেই ব্যর্থ বাংলাদেশের টপ অর্ডার। লঙ্কানদের সামনে দাঁড়াতেই পারেনি ব্যাটাররা। ৫৩ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশকে শেষ পর্যন্ত লড়াইয়ের পুঁজি এনে দেন জাকের আলি ও শামিম হোসেন পাটোয়ারী। 

বাংলাদেশের দেওয়া ১৪০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রীতিমতো উড়ন্ত জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা। এশিয়া কাপের হাইভোল্টেজ এই ম্যাচে টাইগারদের ৬ উইকেটে পরাজিত করেছে লঙ্কানরা। এমন হারের পর দ্বিতীয় রাউন্ডের পথ বেশ খানিকটা কঠিনই হয়ে গেল বাংলাদেশ দলের।

লিটনের মতে যেখানে ম্যাচ হেরেছে বাংলাদেশ

২ ম্যাচে এক জয়ে ২ পয়েন্ট নিয়ে বর্তমানে পয়েন্ট টেবিলের ৩ নম্বরে রয়েছে বাংলাদেশ। গ্রুপ থেকে টেবিলের শীর্ষ দুই দল যাবে সুপার ফোরে। ১ নম্বরে থাকা আফগানিস্তান এবং ২ নম্বরে থাকা শ্রীলঙ্কার পয়েন্টও ২, তবে নেট রানরেটে তারা বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে আছে।  

দ্বিতীয় রাউন্ডে যেতে পরের ম্যাচে আফগানদের হারাতেই হবে বাংলাদেশকে। সেই সঙ্গে প্রার্থনা করতে হবে শ্রীলঙ্কাও যেন আফগানিস্তানের বিপক্ষে জিতে যায়। তখন আফগানরা খেলা শেষ করবে ২ পয়েন্ট নিয়ে। ৪ পয়েন্ট পাওয়া বাংলাদেশ এবং ৬ পয়েন্ট পাওয়া শ্রীলঙ্কা কাটবে সুপার ফোরের টিকিট।  

আফগানদের কাছে হেরে গেলে বাংলাদেশের সুপার ফোরের আশা কার্যত শেষই বলা চলে। তবে যদি হংকং শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় এবং আফগানিস্তানও শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় তখন বাংলাদেশ এবং শ্রীলঙ্কার পয়েন্ট হবে সমান ২। এরপর নেট রান রেটে এগিয়ে থাকা দল যাবে সুপার ফোরে।   

বাংলাদেশের পরের ম্যাচ আগামী ১৬ সেপ্টেম্বর, প্রতিপক্ষ আফগানিস্তান। এর আগে ১৫ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে খেলবে শ্রীলঙ্কা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গার মুন্সিপুর সীমান্তে স্বর্ণসহ চোরাকারবারি আটক

সুপার ফোরে যেতে বাংলাদেশের সামনে কঠিন সমীকরণ 

প্রকাশের সময় : ০২:৩২:৪২ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

টানা তিন সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়ে এশিয়া কাপ অভিযানে নেমেছিল বাংলাদেশ। হংকংকে হারিয়ে দারুণ শুরু পেলেও গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটে হেরে গেছে বাংলাদেশ। বাজেভাবে হারের ফলে সুপার ফোরের সমীকরণটাও বেশ কঠিন হয়ে গেছে টাইগারদের জন্য। বাকি থাকা ম্যাচে কার্যত আফগানদের বিপক্ষে এখন জয় ছাড়া কোনো বিকল্প নেই বাংলাদেশের।

লিটন-মুস্তাফিজদের জন্য সুপার ফোরের পথ খোলা রাখতে লঙ্কানদের বিপক্ষে জয় দরকার ছিল। যদিও সেখানে এসেই ব্যর্থ বাংলাদেশের টপ অর্ডার। লঙ্কানদের সামনে দাঁড়াতেই পারেনি ব্যাটাররা। ৫৩ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশকে শেষ পর্যন্ত লড়াইয়ের পুঁজি এনে দেন জাকের আলি ও শামিম হোসেন পাটোয়ারী। 

বাংলাদেশের দেওয়া ১৪০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রীতিমতো উড়ন্ত জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা। এশিয়া কাপের হাইভোল্টেজ এই ম্যাচে টাইগারদের ৬ উইকেটে পরাজিত করেছে লঙ্কানরা। এমন হারের পর দ্বিতীয় রাউন্ডের পথ বেশ খানিকটা কঠিনই হয়ে গেল বাংলাদেশ দলের।

লিটনের মতে যেখানে ম্যাচ হেরেছে বাংলাদেশ

২ ম্যাচে এক জয়ে ২ পয়েন্ট নিয়ে বর্তমানে পয়েন্ট টেবিলের ৩ নম্বরে রয়েছে বাংলাদেশ। গ্রুপ থেকে টেবিলের শীর্ষ দুই দল যাবে সুপার ফোরে। ১ নম্বরে থাকা আফগানিস্তান এবং ২ নম্বরে থাকা শ্রীলঙ্কার পয়েন্টও ২, তবে নেট রানরেটে তারা বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে আছে।  

দ্বিতীয় রাউন্ডে যেতে পরের ম্যাচে আফগানদের হারাতেই হবে বাংলাদেশকে। সেই সঙ্গে প্রার্থনা করতে হবে শ্রীলঙ্কাও যেন আফগানিস্তানের বিপক্ষে জিতে যায়। তখন আফগানরা খেলা শেষ করবে ২ পয়েন্ট নিয়ে। ৪ পয়েন্ট পাওয়া বাংলাদেশ এবং ৬ পয়েন্ট পাওয়া শ্রীলঙ্কা কাটবে সুপার ফোরের টিকিট।  

আফগানদের কাছে হেরে গেলে বাংলাদেশের সুপার ফোরের আশা কার্যত শেষই বলা চলে। তবে যদি হংকং শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় এবং আফগানিস্তানও শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় তখন বাংলাদেশ এবং শ্রীলঙ্কার পয়েন্ট হবে সমান ২। এরপর নেট রান রেটে এগিয়ে থাকা দল যাবে সুপার ফোরে।   

বাংলাদেশের পরের ম্যাচ আগামী ১৬ সেপ্টেম্বর, প্রতিপক্ষ আফগানিস্তান। এর আগে ১৫ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে খেলবে শ্রীলঙ্কা।