চুয়াডাঙ্গা সরকারি শিশু বালিকা (এতিমখানা) প্রতিষ্ঠানে এতিম শিশুদের খোঁজখবর নিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৪জানুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা আহ্বায়ক মো. আসলাম হোসেন ও সদস্যসচিব সাফাতুল ইসলাম আকস্মিক পরিদর্শন করেন।
এ সময় তারা শিশুদের সঙ্গে সময় কাটান এবং তাদের জীবনযাপনের খোঁজখবর নেন। এছাড়া আনন্দঘন পরিবেশে শিশুদের সঙ্গে খেলাধুলায় অংশ নেন।
এ সময় সরকারি শিশু পরিবারের শিশুদের লেখাপড়া, স্বাস্থ্যসেবা, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা ও সার্বিক অবস্থা নিয়ে আলোচনা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মো. আসলাম হোসেন বলেন, ‘ছাত্র-জনতা একটি সুন্দর ও বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখছে। সেই স্বপ্ন বাস্তবায়নের অগ্রগতি জানতে বিভিন্ন প্রতিষ্ঠানে যাচ্ছি। এরই অংশ হিসেবে শিশু পরিবারের সঙ্গে দেখা করতে এসেছি। ভবিষ্যতে আবারও আসব।’
এতিমখানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এ উদ্যোগকে স্বাগত জানান। মোছা. জোবাইদা খাতুন, রাশেদউর রহমান এবং মো. রাশেদুল ইসলাম পরিদর্শনকালে উপস্থিত ছিলেন।
কর্মকর্তারা বলেন, এ ধরনের উদ্যোগ শিশুদের মানসিকভাবে শক্তিশালী করে এবং তাদের আত্মবিশ্বাস বাড়ায়। শিক্ষার্থীদের এমন উদ্যোগ শিশুমনের প্রতি যত্নশীলতার এক উজ্জ্বল উদাহরণ হিসেবে দেখা যাচ্ছে।
এএইচ
রেডিও চুয়াডাঙ্গা ডেস্ক 






















