চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক কমিটির কর্মীদের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) চুয়াডাঙ্গার দামুড়হুদা স্টেডিয়ামের শহীদ মিনারে কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণকালে কর্মী- সমর্থকরা বলেন, কোনোরূপ ভাগ বাটোয়ারা না করেই যে নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে মানুষের মাঝে সহযোগিতা উপকরণ বিতরণ করা যায় তার প্রকৃষ্ট উদাহরণ জাতীয় নাগরিক কমিটি। দেশ ও দেশের মানুষদের জন্য নিঃস্বার্থভাবে সবাইকে কাজ করার আহ্বান জানান এ সংগঠনের কর্মী- সমর্থকরা।
এসময় উপস্থিত ছিলেন খাজা আমিরুল বাশার বিপ্লব, বেবী নাজনীন, আমীর হোসেন সমীর।
উল্লেখ্য, জাতীয় নাগরিক কমিটি চুয়াডাঙ্গা জেলা শাখার কমিটি এখনো অনুমোদন দেয়নি কেন্দ্রীয় কার্যালয়।
এএইচ
এই ভাবেই সবসময় সাধারণ মানুষের পাশে থাকবে,,,,বাংলাদেশ জাতীয় নাগরিক কমিটি।