০৫:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

সমন্বয়ক দাবি করা যুবক ও সহযোগী ভারতীয় চোরাই পণ্যসহ আটক

ময়মনসিংহের ফুলপুরে চোরাচালানের চিনি, জিরাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

তাদের মধ্যে একজন নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিতেন বলে জানিয়ে পুলিশ।

বুধবার (২২ জানুয়ারি) বিকেলে পৌর শহরের আমুয়াকান্দা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন জিল্লুর রহমান ওরফে হৃদয় (২৮) ও মো. মাসুদ রানা (২৭)। জিল্লুর রহমান আমুয়াকান্দা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে এবং মাসুদ রানা রহিমগঞ্জ ইউনিয়নের মৃত আবদুর রশিদের ছেলে।

পুলিশ জানিয়েছে, জিল্লুর নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফুলপুর উপজেলার সমন্বয়ক পরিচয় দিতেন।

ফুলপুর থানা পুলিশের পরিদর্শক (ওসি) সৈয়দ আব্দুল হাদি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালায়। এ সময় ভারতীয় পণ্য গুদামজাত করার বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় দুজনকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে ১২০ বস্তা চিনি এবং ১৫ বস্তা জিরা জব্দ করে পুলিশ। তাদের বিরুদ্ধে ভারতীয় মালামাল চোরাচালানের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে ফুলপুর থানায় একটি মামলা হয়েছে।

ওসি আরও বলেন, ‘গ্রেপ্তার জিল্লুর রহমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে এলাকায় পরিচয় দিতেন।’

ময়মনসিংহ জেলা বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আশিকুর রহমান বলেন, ‘হয়তো তারা আন্দোলনের কর্মী হতে পারেন। ব্যক্তিগতভাবে আমি তাদের চিনি না।

তিনি আরও বলেন, আন্দোলনের কর্মী অথবা সমন্বয়ক যেটাই হোক সুষ্ঠু তদন্তের মাধ্যমে তারা দোষী সাব্যস্ত হলে তাদের আইনের আওতায় আনা হোক।’

এএইচ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

এক চাকা নিয়ে ঢাকায় অবতরণ করলো বিমানের ফ্লাইট, নিরাপদে ৭১ যাত্রী

সমন্বয়ক দাবি করা যুবক ও সহযোগী ভারতীয় চোরাই পণ্যসহ আটক

প্রকাশের সময় : ১০:১২:০৫ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

ময়মনসিংহের ফুলপুরে চোরাচালানের চিনি, জিরাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

তাদের মধ্যে একজন নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিতেন বলে জানিয়ে পুলিশ।

বুধবার (২২ জানুয়ারি) বিকেলে পৌর শহরের আমুয়াকান্দা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন জিল্লুর রহমান ওরফে হৃদয় (২৮) ও মো. মাসুদ রানা (২৭)। জিল্লুর রহমান আমুয়াকান্দা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে এবং মাসুদ রানা রহিমগঞ্জ ইউনিয়নের মৃত আবদুর রশিদের ছেলে।

পুলিশ জানিয়েছে, জিল্লুর নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফুলপুর উপজেলার সমন্বয়ক পরিচয় দিতেন।

ফুলপুর থানা পুলিশের পরিদর্শক (ওসি) সৈয়দ আব্দুল হাদি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালায়। এ সময় ভারতীয় পণ্য গুদামজাত করার বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় দুজনকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে ১২০ বস্তা চিনি এবং ১৫ বস্তা জিরা জব্দ করে পুলিশ। তাদের বিরুদ্ধে ভারতীয় মালামাল চোরাচালানের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে ফুলপুর থানায় একটি মামলা হয়েছে।

ওসি আরও বলেন, ‘গ্রেপ্তার জিল্লুর রহমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে এলাকায় পরিচয় দিতেন।’

ময়মনসিংহ জেলা বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আশিকুর রহমান বলেন, ‘হয়তো তারা আন্দোলনের কর্মী হতে পারেন। ব্যক্তিগতভাবে আমি তাদের চিনি না।

তিনি আরও বলেন, আন্দোলনের কর্মী অথবা সমন্বয়ক যেটাই হোক সুষ্ঠু তদন্তের মাধ্যমে তারা দোষী সাব্যস্ত হলে তাদের আইনের আওতায় আনা হোক।’

এএইচ