০৫:১৯ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় সংবাদকর্মী সাইফুলের উপর হামলার চেষ্টা, নিরাপত্তা চেয়ে থানায় জিডি

চুয়াডাঙ্গায় এস এম সাইফুল ইসলাম নামের এক সংবাদকর্মীর উপর হামলার চেষ্টা চালিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এ ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে দর্শনা থানায় একটি জিডি করেছেন।

শনিবার (১১ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১১টার পর চুয়াডাঙ্গা সদর উপজেলার ছোটশলুয়া গ্রামে নিজ বাড়ির সামনে হামলার চেষ্টা করে অজ্ঞাত দুর্বৃত্তরা।

এ ঘটনার পর দিন রবিবার (১২ জানুয়ারী) দুপুরে এ ব্যাপারে দর্শনা থানায় জিডি করেন তিনি। এস এম সাইফুল ইসলাম জনপ্রিয় অনলাইন পোর্টাল ফেস দ্যা পিপল এ স্টাফ রিপোর্টার হিসাবে কর্মরত।

রোববার রাতে দর্শনা থানার ডিউটিরত অফিসার উপ-পরিদর্শক (এসআই) ইমরান রেডিও চুয়াডাঙ্গাকে সত্যতা নিশ্চিত করে বলেন, সাইফুল ইসলাম নামে একজন সংবাদকর্মী জিডি করেছেন। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।

জিডিতে গণমাধ্যমকর্মী এস এম সাইফুল ইসলাম উল্লেখ করেন, শনিবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা শহরে সংবাদ সংগ্রহ ও ব্যক্তিগত প্রোগ্রাম শেষে প্রাইভেটকারযোগে বাসায় ফেরেন তিনি। বাসায় প্রবেশের আগ মুহুর্তে হঠাৎ অজ্ঞাত ৬/৭ জন ব্যক্তি দু-পাশ থেকে রাস্তায় ওঠেন। এর মধ্য থেকে দু’জন হাতে রড, লাঠিসোঁটা নিয়ে আক্রমণ করার উদ্দেশ্যে তেড়ে আসলে তিনি দ্রুত বাসায় প্রবেশ করেন।

জিডিতে আরও উল্লেখ করা হয়, এস এম সাইফুল ইসলাম একজন পেশাদার গণমাধ্যমকর্মী। তাঁর করা সংবাদ অথবা অনুসন্ধানী প্রতিবেদনে দুর্বৃত্তরা নানানভাবে জড়িত বা অভিযুক্ত থাকতে পারে। সেই জের ধরে তাঁর ওপর হামলার পরিকল্পনা হতে পারে।

জিডিতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন মর্মে অভিযোগ করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নিরাপত্তাও চেয়েছেন।

One thought on “চুয়াডাঙ্গায় সংবাদকর্মী সাইফুলের উপর হামলার চেষ্টা, নিরাপত্তা চেয়ে থানায় জিডি

  1. আমাদের চুয়াডাঙ্গা তে কোন রকম অস্থিতিশীল করতে দেওয়া যাবে না। আমরা আমাদের প্রানের শহর চুয়াডাঙ্গা তে সবসময় বিপদ মুক্ত রাখব। আমরা সবাই মিলে বিপদের মোকাবিলা করব।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

এক চাকা নিয়ে ঢাকায় অবতরণ করলো বিমানের ফ্লাইট, নিরাপদে ৭১ যাত্রী

চুয়াডাঙ্গায় সংবাদকর্মী সাইফুলের উপর হামলার চেষ্টা, নিরাপত্তা চেয়ে থানায় জিডি

প্রকাশের সময় : ১১:২২:০৭ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫

চুয়াডাঙ্গায় এস এম সাইফুল ইসলাম নামের এক সংবাদকর্মীর উপর হামলার চেষ্টা চালিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এ ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে দর্শনা থানায় একটি জিডি করেছেন।

শনিবার (১১ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১১টার পর চুয়াডাঙ্গা সদর উপজেলার ছোটশলুয়া গ্রামে নিজ বাড়ির সামনে হামলার চেষ্টা করে অজ্ঞাত দুর্বৃত্তরা।

এ ঘটনার পর দিন রবিবার (১২ জানুয়ারী) দুপুরে এ ব্যাপারে দর্শনা থানায় জিডি করেন তিনি। এস এম সাইফুল ইসলাম জনপ্রিয় অনলাইন পোর্টাল ফেস দ্যা পিপল এ স্টাফ রিপোর্টার হিসাবে কর্মরত।

রোববার রাতে দর্শনা থানার ডিউটিরত অফিসার উপ-পরিদর্শক (এসআই) ইমরান রেডিও চুয়াডাঙ্গাকে সত্যতা নিশ্চিত করে বলেন, সাইফুল ইসলাম নামে একজন সংবাদকর্মী জিডি করেছেন। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।

জিডিতে গণমাধ্যমকর্মী এস এম সাইফুল ইসলাম উল্লেখ করেন, শনিবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা শহরে সংবাদ সংগ্রহ ও ব্যক্তিগত প্রোগ্রাম শেষে প্রাইভেটকারযোগে বাসায় ফেরেন তিনি। বাসায় প্রবেশের আগ মুহুর্তে হঠাৎ অজ্ঞাত ৬/৭ জন ব্যক্তি দু-পাশ থেকে রাস্তায় ওঠেন। এর মধ্য থেকে দু’জন হাতে রড, লাঠিসোঁটা নিয়ে আক্রমণ করার উদ্দেশ্যে তেড়ে আসলে তিনি দ্রুত বাসায় প্রবেশ করেন।

জিডিতে আরও উল্লেখ করা হয়, এস এম সাইফুল ইসলাম একজন পেশাদার গণমাধ্যমকর্মী। তাঁর করা সংবাদ অথবা অনুসন্ধানী প্রতিবেদনে দুর্বৃত্তরা নানানভাবে জড়িত বা অভিযুক্ত থাকতে পারে। সেই জের ধরে তাঁর ওপর হামলার পরিকল্পনা হতে পারে।

জিডিতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন মর্মে অভিযোগ করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নিরাপত্তাও চেয়েছেন।