বাংলাদেশ জাতীয়তাবাদী তারেক ঐক্যফ্রন্ট চুয়াডাঙ্গা জেলা শাখার কমিটি গঠন হয়েছে। এতে সভাপতি মুহাম্মাদ বশির উদ্দিন (সেনা সদস্য অব.), সিনিয়র সহ-সভাপতি মুহাম্মাদ সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক মুহাম্মাদ ফিরোজ খান, যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মাদ রুস্তম আলী ও মুহাম্মাদ আলমগীর হুসাইনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৭০ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্র।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী তারেক ঐক্য ফ্রন্ট চুয়াডাঙ্গা জেলা শাখার নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ আলমগীর হুসাইন।

তিনি বলেন, আলহামদুলিল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী তারেক ঐক্য ফ্রন্ট চুয়াডাঙ্গা জেলা শাখার কমিটি গঠন হয়েছে। আমাদের মূল কাজ হলো, জণগণ এর আস্থা অর্জন করা। বাংলাদেশ কৃষি প্রধান দেশ; কৃষকদের খোঁজ খবর রাখাসহ গরীব অসহায় দুস্থদের পাশে দাঁড়িয়ে যাবতীয় সহযোগীতা ও সেবামূলক কার্যক্রমই আমাদের সংগঠনের মূল লক্ষ।
তিনি আরও বলেন, সেই সাথে দুর্নীতি, মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসীসহ সমাজের নানান অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোতে বাংলাদেশ জাতীয়তাবাদী তারেক ঐক্যফ্রন্ট চুয়াডাঙ্গা জেলা শাখা অগ্রণী ভুমিকা রাখবে, ইনশাআল্লাহ।
কমিটিতে প্রচার সম্পাদক মুহাম্মাদ রুবেল, দপ্তর সম্পাদক মুহাম্মাদ শাহিনুজ্জামান, যোগাযোগ বিষয়ক সম্পাদক জামাল পারভেজ, ক্রিয়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুহাম্মাদ সোহেল, বৈদেশিক বিষয়ক সম্পাদক আহমেদ শুভ, যুব বিষয়ক সম্পাদক সাগর হোসেন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মুহাম্মাদ তুহিন, প্রকাশনা বিষয়ক সম্পাদক আসিফ ইকবাল শিলন, আইন বিষয়ক সম্পাদক মুহাম্মাদ ইয়াসিন, কৃষি বিষয়ক সম্পাদক মুহাম্মাদ আশরাফুল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আনিছুর রহমান, প্রাণী উন্নয়ন বিষয়ক সম্পাদক আকাশ হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মুহাম্মদ ফারুক, তথ্য বিষয়ক সম্পাদক আনারুল ইসলাম ফরজ, বানিজ্য বিষয়ক সম্পাদক মুহাম্মাদ সোহাগ হোসেন, মানবিক বিষয়ক সম্পাদক মুহাম্মাদ মইনুদ্দিন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মানিক হোসেন ও মানিক মিয়াকে পল্লি উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক নির্বাচিত করা হয়।
বিজ্ঞপ্তি
এআই