১০:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চুয়াডাঙ্গা পৌর ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সোহেলকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (০৮ জানুয়ারি) রাতে চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় পদ-পদবি ব্যবহার ব্যবহার করে বিভিন্ন স্থানে চাঁদাবাজি, বিভিন্নজনের সাথে অসদাচরণ এবং দলের শৃঙ্খলা বর্হিভূত কর্মকাণ্ড পরিচালনা করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হলো।

এর আগে গত মঙ্গলবার (০৭ জানুয়ারি) চুয়াডাঙ্গা শহরে একটি নির্মাণাধীন বাড়িতে চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের হাতে আটক হন পৌর ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সোহেল। ওই দিন রাতে তার বিরুদ্ধে একটি চাঁদাবাজি মামলা করেন ভুক্তভোগী বাড়ির মালিকের স্ত্রী।

এদিকে, এ ঘটনার পর বুধবার (০৮ জানুয়ারি) সন্ধ্যায় চুয়াডাঙ্গা পৌর বিএনপির সকল ওয়ার্ডের সভাপতি-সম্পাদকের সমন্বয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি। সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা উল্লেখ করে নেতা-কর্মীরা বক্তব্য দেন এবং বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেন।

সভায় পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমাদের রাখাল রাজা শরীফুজ্জামান শরীফ চুয়াডাঙ্গায় তৃণমূল পর্যায় থেকে দলকে সামনের দিকে এগিয়ে নিতে আপ্রাণ শ্রম দিয়ে চলেছেন। কিন্তু বিএনপির হাতে গোনা কয়েকজন উচ্ছৃঙ্খল নেতা-কর্মী দলের নাম ব্যবহার করে ব্যক্তিস্বার্থে ফাইদা লুটার পাইতারা করছে। দল এই ফাইদা লুটেরাদের এক মুহূর্তের জন্যও প্রশ্রয় দেবে না। দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়, এমন কোনো কাজের সঙ্গে কারো সম্পৃক্ততা পেলে তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে দলীয় সিদ্ধান্ত নেয়া হবে।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

দর্শনা থানা পুলিশের অভিযানে ৬ কেজি গাজাসহ দুজন আটক

চুয়াডাঙ্গায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

প্রকাশের সময় : ১২:৩৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চুয়াডাঙ্গা পৌর ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সোহেলকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (০৮ জানুয়ারি) রাতে চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় পদ-পদবি ব্যবহার ব্যবহার করে বিভিন্ন স্থানে চাঁদাবাজি, বিভিন্নজনের সাথে অসদাচরণ এবং দলের শৃঙ্খলা বর্হিভূত কর্মকাণ্ড পরিচালনা করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হলো।

এর আগে গত মঙ্গলবার (০৭ জানুয়ারি) চুয়াডাঙ্গা শহরে একটি নির্মাণাধীন বাড়িতে চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের হাতে আটক হন পৌর ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সোহেল। ওই দিন রাতে তার বিরুদ্ধে একটি চাঁদাবাজি মামলা করেন ভুক্তভোগী বাড়ির মালিকের স্ত্রী।

এদিকে, এ ঘটনার পর বুধবার (০৮ জানুয়ারি) সন্ধ্যায় চুয়াডাঙ্গা পৌর বিএনপির সকল ওয়ার্ডের সভাপতি-সম্পাদকের সমন্বয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি। সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা উল্লেখ করে নেতা-কর্মীরা বক্তব্য দেন এবং বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেন।

সভায় পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমাদের রাখাল রাজা শরীফুজ্জামান শরীফ চুয়াডাঙ্গায় তৃণমূল পর্যায় থেকে দলকে সামনের দিকে এগিয়ে নিতে আপ্রাণ শ্রম দিয়ে চলেছেন। কিন্তু বিএনপির হাতে গোনা কয়েকজন উচ্ছৃঙ্খল নেতা-কর্মী দলের নাম ব্যবহার করে ব্যক্তিস্বার্থে ফাইদা লুটার পাইতারা করছে। দল এই ফাইদা লুটেরাদের এক মুহূর্তের জন্যও প্রশ্রয় দেবে না। দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়, এমন কোনো কাজের সঙ্গে কারো সম্পৃক্ততা পেলে তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে দলীয় সিদ্ধান্ত নেয়া হবে।’