চুয়াডাঙ্গায় অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে ইউনিয়ন বিএনপির সভাপতি নুর গণিকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (০৮ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার নেহালপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন চুয়াডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এম সাইফুল্লাহ।
অর্থদণ্ডপ্রাপ্ত নুর গনি চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি।
সদর উপজেলা নির্বাহী অফিসার এম সাইফুল্লাহ বলেন, বেশ কিছুদিন যাবৎ এলাকার লোকজন অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ দিয়ে আসছিলেন। বিভিন্ন তথ্য-উপাত্ত ও বিশ্বস্ত লোকের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়ার পর অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী অফিসার এম সাইফুল্লাহ বলেন, বুধবার বিকেলে ঘটনাস্থলে দেখা যায়, একটি ড্রেজার, এস্কেভেটর ও ১০টি ট্রাক্টর দিয়ে বাণিজিক্যকভাবে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। স্থানীয়দের মাধ্যমে জানতে পারি নুর গনি ও খাইরুল আলম যুদ্ধ নামে দুই ব্যক্তি পার্টনারে এ বালু উত্তোলন করেন। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে নুর গনিকে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারা মোতাবেক ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এম সাইফুল্লাহ আরও বলেন, বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনে মোবাইল কোর্ট পরিচালনা অব্যহত থাকবে। অবৈধভাবে মাটি ও বালি উত্তোলন বিষয়ে কোনো তথ্য থাকলে সরাসরি ইউএনও অফিসে জানালে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 






















