০৯:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোই হলো কাল, সাতসকালে ঝরল যুবকের প্রাণ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিশান হোসেন (২১) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আশিক হোসেন (২৫) নামের আরেক যুবক।

আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ৭টার দিকে আলমডাঙ্গা-কুষ্টিয়া আঞ্চলিক সড়কে নওয়াদাপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত নিশান হোসেন আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। এবং আহত আশিক হোসেন একই এলাকার খোকনের ছেলে।

তবে দূর্ঘটনাটি খুব সকালে ঘটায় স্থানীয়রা ও পুলিশ স্পষ্টভাবে কোনো কিছুই বলতে পারছে না। কেউ কেউ বলছেন যাত্রীবাহী বাস/ট্রাক কিংবা বিচুলিবোঝায় আলমসাধুর চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিশানের মৃত্যু হয়েছে।

নিহতের পরিবারের সদস্য ও স্থানীয় জানায়, গত ৩ বছর যাবত নিশান ও আশিক দুজন আলমডাঙ্গার একটি মাছের আড়তে কর্মরত ছিলেন। প্রতিদিনের ন্যায় দুজন আজও খুব সকালে মোটরসাইকেলযোগে মাছের আড়ৎ এর উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় শ্রীরামপুরে পৌছালে মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই নিশান মারা যান। গুরুতর আহত অবস্থায় আশিককে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় একজন বলেন, বিচুলিবোঝায় একটি আলমসাধুকে দ্রুতগতিতে ওভারটেক করার সময় দুজনই ছিটকে রাস্তায় পড়ে যান। পরে বিচুলিবোঝায় আলমসাধুর চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিশানের মৃত্যু হয়।

স্থানীয় আরেকজন বলেন, বাস চাপায় নিশানের মৃত্যু হয়েছে।

অপর স্থানীয় একজন বলছেন, বিচুলিবোঝায় আলমসাধুর ওভারটেক করার সময় ট্রাকচাপায় নিশানের মৃত্যু হয়েছে।

এদিকে, খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ওয়াহিদুল ইসলাম ঘটনাস্থলে পৌছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
তিনি রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, মোটরসাইকেল দূর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। তবে দূর্ঘটনাটি কিসের সঙ্গে ঘটেছে তার সঠিক তথ্য জানা যায়নি।

One thought on “চুয়াডাঙ্গায় দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোই হলো কাল, সাতসকালে ঝরল যুবকের প্রাণ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় রেললাইনের উপর ঘুমিয়ে পড়েছিলেন বৃদ্ধ, ট্রেনের ধাক্কায় মৃ ত্যু 

চুয়াডাঙ্গায় দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোই হলো কাল, সাতসকালে ঝরল যুবকের প্রাণ

প্রকাশের সময় : ১২:০৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিশান হোসেন (২১) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আশিক হোসেন (২৫) নামের আরেক যুবক।

আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ৭টার দিকে আলমডাঙ্গা-কুষ্টিয়া আঞ্চলিক সড়কে নওয়াদাপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত নিশান হোসেন আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। এবং আহত আশিক হোসেন একই এলাকার খোকনের ছেলে।

তবে দূর্ঘটনাটি খুব সকালে ঘটায় স্থানীয়রা ও পুলিশ স্পষ্টভাবে কোনো কিছুই বলতে পারছে না। কেউ কেউ বলছেন যাত্রীবাহী বাস/ট্রাক কিংবা বিচুলিবোঝায় আলমসাধুর চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিশানের মৃত্যু হয়েছে।

নিহতের পরিবারের সদস্য ও স্থানীয় জানায়, গত ৩ বছর যাবত নিশান ও আশিক দুজন আলমডাঙ্গার একটি মাছের আড়তে কর্মরত ছিলেন। প্রতিদিনের ন্যায় দুজন আজও খুব সকালে মোটরসাইকেলযোগে মাছের আড়ৎ এর উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় শ্রীরামপুরে পৌছালে মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই নিশান মারা যান। গুরুতর আহত অবস্থায় আশিককে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় একজন বলেন, বিচুলিবোঝায় একটি আলমসাধুকে দ্রুতগতিতে ওভারটেক করার সময় দুজনই ছিটকে রাস্তায় পড়ে যান। পরে বিচুলিবোঝায় আলমসাধুর চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিশানের মৃত্যু হয়।

স্থানীয় আরেকজন বলেন, বাস চাপায় নিশানের মৃত্যু হয়েছে।

অপর স্থানীয় একজন বলছেন, বিচুলিবোঝায় আলমসাধুর ওভারটেক করার সময় ট্রাকচাপায় নিশানের মৃত্যু হয়েছে।

এদিকে, খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ওয়াহিদুল ইসলাম ঘটনাস্থলে পৌছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
তিনি রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, মোটরসাইকেল দূর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। তবে দূর্ঘটনাটি কিসের সঙ্গে ঘটেছে তার সঠিক তথ্য জানা যায়নি।