বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গায় নানা আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন করেছে জেলা-উপজেলা ও পৌর ছাত্রদলের নেতাকর্মীরা।
বুধবার (০১ জানুয়ারি) সকাল সাড়ে নয়টায় চুয়াডাঙ্গা জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা ও দলীয় পতাকা উত্তোলন করেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ।
এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহসভাপতি সাইফুল ইসলাম, হুমায়ুন কবির আকাশ, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের সদস্যসচিব মাজেদুল আলম মেহেদী, সরকারি কলেজ ছাত্রদলের সদস্যসচিব সাইমুম আরাফাত, যুগ্ম আহ্বায়ক রকিবুল হাসানসহ অন্যান্যরা।
এদিন বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ থেকে ছাত্রদলের নেতা-কর্মীরা বর্ণাঢ্য র্যালি বের করে। র্যালিতে অংশ নেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। তার উপস্থিতিতে র্যালিটি সুশৃঙ্খলভাবে বিভিন্ন সড়ক ঘুরে শহিদ হাসান চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রদলের সভাপতি শাহাজান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোমিন মালিতার পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি তৌফিক এলাহী, সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব মামুন, সহসভাপতি সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক নাজমুল আরেফিন কিরন, আমান উল্লাহ আমান, আরিফ আহমেদ শিপ্লব, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা, সদস্যসচিব মাজেদুল আলম মেহেদী, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আনিসুর রহমান, সদস্যসচিব মাহবুবুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল ইকবাল ও সদস্যসচিব সাইমুম আরাফাত।
র্যালি শেষে সাহিত্য পরিষদ চত্বরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়। কর্মসূচির উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।

এসময় রক্তদান করেন জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি তৌফিক এলাহী, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আনিসুর রহমান প্রমুখ।
র্যালি ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা ফরিদুল ইসলাম শিপলু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু ও সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহসভাপতি শেখ সাহাবাজ সুজন, হুমায়ূন কবির আকাশ, এম এ মক্কি, মীর শুভ জামান, সাহাবুদ্দিন আহমেদ বুদ্দীন, শাহাবুদ্দীন আহমেদ, আশিকুর রহমান, তৌহিদুজ্জামান তৌহিদ, যুগ্ম সম্পাদক আবাবিল হোসেন সাদ্দাম, একরামুল হক, আহাদ আলী রাজা, সাইমুজ্জামাসহ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বিজন, রমজান আলী, শাহাজান আলী সান, সহ-সাংগঠনিক সম্পাদক তৌফিক আহমেদ ইরান, শহিদ বিশ্বাস, রাশিদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক ইমরান হোসেন, ক্রীড়া সম্পাদক বিক্রম সাদিক মিলন, আইনবিষয়ক সম্পাদক কায়ছার আহমেদ জীবন, স্কুলবিষয়ক সম্পাদক সাইমুম আহমেদ শান্ত, যোগাযোগ সম্পাদক সৌরভ আরেফিন শাওন, সহযোগাযোগ সম্পাদক নাজমুল হোসাইনসহ উপজেলা, পৌর, কলেজ, ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রদলের নেতৃবৃন্দ।
এএইচ