চুয়াডাঙ্গা আলমডাঙ্গার হাউসপুরে পাখিভ্যানের ধাক্কায় শাহিন নামে এক আড়াই বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) ইফতারের পূর্বে হাউসপুরে এদূর্ঘটনা ঘটে।
নিহত শিশু শাহীন হোসেন (২) উপজেলার ডাউকি ইউনিয়নের হাউসপুর গ্রামের দিনমজুর বিল্লাল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শ ও পুলিশ জানান, ইফতারের পূর্ব মুহুর্তে শাহিনকে নিয়ে তার বড় বোন বাড়ির পাশে মেসওয়াক কাটতে যায়। রাস্তার ওপাশে বাবাকে দেখা মাত্রই শিশু শাহিন দৌড়ে রাস্তা পার হতে যায়। এসময় দ্রুতগতির একটি পাখিভ্যান শাহিনকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় শাহিনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
শিশু শাহিনের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ছেলেকে হারিয়ে বাবা-মা যেন পাগল প্রায়। কিছুতেই কান্না থামছেনা তাদের।
আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ গনি মিয়া রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, পাখিভ্যানের ধাক্কায় একটা শিশু মারা গেছে বলে জেনেছি। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 

























