চুয়াডাঙ্গার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকভিত্তিক গ্রুপ ‘প্রিয় শহর চুয়াডাঙ্গা ও মানবিক ফাউন্ডেশন’ এর উদ্যোগে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
এ কর্মসূচির আওতায় বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) কুমারী বালক বালিকা বহুমুখী হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং মাদ্রাসা-সহ বিভিন্ন প্রত্যন্ত এলাকার এতিম ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
মাদ্রাসার পরিচালক সোনা মিয়া ও শিক্ষক ক্বারী আশরাফুল ইসলামের উপস্থিতিতে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের হাতে কম্বল তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রুপের পরিচালক মামুন খান, উপদেষ্টা মোঃ আব্দুল্লাহ হক ও ডা. সোহাগ রানা সবুজ, অর্থ সম্পাদক ও সিনিয়র পরিচালক অমিত হাসান, মিডিয়া সম্পাদক আবদুল্লাহ, ব্লাড ডিপার্টমেন্টের জাহিদ সহ ওয়াসিম আকরামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এএইচ