চুয়াডাঙ্গা রেলস্টেশনে অভিযান চালিয়ে তিনজন চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বিজিবি। এ সময় তাদের নিকট থেকে ১৪ টি সোনার বার জব্দ করা হয়েছে।
বুধবার ( ২৫ ডিসেম্বর) রাতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটককৃতরা হলেন, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন শ্যামপুর গ্রামের মোমিন মিয়ার দুই ছেলে জাকিরুল ইসলাম (২৮) ও রাজিবুল ইসলাম (২৫), একই এলাকার মুজিবুর রহমানের ছেলে সোলাইমান হোসেন (২২)

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন দিয়ে স্বর্ণ চোরাচালান করা হবে এমন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল ৪টার দিকে বিজিবির একটি দল রেলস্টেশন এলাকায় ওঁৎ পেতে থাকেন। এ সময় সন্দেহভাজন চার যুবককে আটকের চেষ্টা করলেও তিনজনকে আটক করতে সক্ষম হয়। অপর একজন পালিয়ে যায়। আটক তিনজনের কাছ থেকে এক কেজি ৬৩০ গ্রাম (১৩৯.৭৫ ভরি) ওজনের ১৪টি স্বর্ণের বার জব্দ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ ঘটনায় অভিযুক্তদের হস্তান্তর সহ চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (বিজিবি-৬) নায়েক মো. জিয়াউর রহমান বাদি হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। জব্দকৃত সোনার বারের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা। সেগুলো চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা দেয়া হবে।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 






















