চুয়াডাঙ্গার দামুড়হুদায় চাঁদাবাজি মামলায় আরিফুল ইসলাম (৩৫) নামে এক যুবলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে দামুড়হুদা বাজার থেকে গ্রেফতার করা হয়।
আটক আরিফুল ইসলাম দামুড়হুদা দশমীপাড়ার তৈয়ব আলীর ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা দামুড়হুদা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নবাব আলী বলেন, দামুড়হুদা থানার অন্তর্গত বদনপুর গ্রামের নুরু নবীর ছেলে সাইদুর রহমান বাদী হয়ে গত ১০ নভেম্বর পেনালকোড আইনে একটা মামলা দায়ের করেন। ওই মামলায় আরিফুল ইসলামের সংশ্লিষ্ট পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
দামুড়হুদা মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) হুমায়ুন কবির বলেন, গ্রেপ্তার আরিফুলকে আজ শুক্রবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
এএইচ