চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তপুর থেকে ইকরামুল হাসান (৪২) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
এ সময় তার হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে আমদানি নিষিদ্ধ ভারতীয় ১৮৫ বোতল ফেনসিডিল।
মঙ্গলবার (নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটককৃত ইকরামুল হাসান পুরাতন বাস্তপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
আরও পড়ুন
চুয়াডাঙ্গায় ২৮০ বোতল ফেনসিডিলসহ জামাই-শাশুড়ি আটক
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার রাতে গোপন সংবাদ পেয়ে দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তপুরের মাদক ব্যবসায়ী ইকরামুল হাসানের বাড়িতে অভিযান পরিচালনা করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনাবাহিনীর সদস্যরা। এ সময় নিজ দখলীয় বাড়ি থেকে ১৮৫ বোতল ফেনসিডিল ইকরামুল হাসানকে আটক করা হয়। রাতেই জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে দামুড়হুদা মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 






















