১০:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

নগত টাকাসহ দর্শনার সেলিম আটক

চুয়াডাঙ্গার দর্শনায় নগদ টাকাসহ সেলিম হোসেন (২৬) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

ধারণা করা হচ্ছে অবৈধভাবে হুন্ডির মাধ্যমে টাকা পাচার করা হচ্ছিল।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে চুয়াডাঙ্গা-৬ বিজিবির দর্শনা বিওপিতে কর্মরত হাবিলদার আমিনুর এর নেতৃত্বে একটি টহলদল তাকে আটক করেন।

আটককৃত সেলিম হোসেন চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার দর্শনার ডব্লিউ হোসেনের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধীন দর্শনা বিওপির কর্মরত হাবিলদার আমিনুর এর নেতৃত্বে একটি টহলদল দর্শনা পুরাতন বাজার মোড় অভিযান চালিয়ে সেলিম হোসেন নামের এক যুবককে আটক করে। পরে তল্লাশি করে তার থেকে নগদ ৪ লাখ ২৪ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়। এছাড়াও  তার কাছে থেকে ১টি  স্যামসাং গ্যালাক্সী জে -৪ ও নোকিয়া কর্পোরেশন ১টি বাটন ফোন জব্দ করে বিজিবি সদস্যরা। পরবর্তীতে তাকে দর্শনা থানায় হস্তান্তর করেন তারা।

দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) শহিদ তিতুমীর  জানান চুয়াডাঙ্গা-৬ বিজিবি’র অধীনস্থ দর্শনা বিওপির বিজিবি সদস্যরা হুন্ডির টাকাসহ একজনকে আটকপূর্বক দর্শনা থানায় হস্তান্তর করেছেন। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

দর্শনা থানা পুলিশের অভিযানে ৬ কেজি গাজাসহ দুজন আটক

নগত টাকাসহ দর্শনার সেলিম আটক

প্রকাশের সময় : ১০:৫২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

চুয়াডাঙ্গার দর্শনায় নগদ টাকাসহ সেলিম হোসেন (২৬) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

ধারণা করা হচ্ছে অবৈধভাবে হুন্ডির মাধ্যমে টাকা পাচার করা হচ্ছিল।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে চুয়াডাঙ্গা-৬ বিজিবির দর্শনা বিওপিতে কর্মরত হাবিলদার আমিনুর এর নেতৃত্বে একটি টহলদল তাকে আটক করেন।

আটককৃত সেলিম হোসেন চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার দর্শনার ডব্লিউ হোসেনের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধীন দর্শনা বিওপির কর্মরত হাবিলদার আমিনুর এর নেতৃত্বে একটি টহলদল দর্শনা পুরাতন বাজার মোড় অভিযান চালিয়ে সেলিম হোসেন নামের এক যুবককে আটক করে। পরে তল্লাশি করে তার থেকে নগদ ৪ লাখ ২৪ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়। এছাড়াও  তার কাছে থেকে ১টি  স্যামসাং গ্যালাক্সী জে -৪ ও নোকিয়া কর্পোরেশন ১টি বাটন ফোন জব্দ করে বিজিবি সদস্যরা। পরবর্তীতে তাকে দর্শনা থানায় হস্তান্তর করেন তারা।

দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) শহিদ তিতুমীর  জানান চুয়াডাঙ্গা-৬ বিজিবি’র অধীনস্থ দর্শনা বিওপির বিজিবি সদস্যরা হুন্ডির টাকাসহ একজনকে আটকপূর্বক দর্শনা থানায় হস্তান্তর করেছেন। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।