চুয়াডাঙ্গা জেলা যুবলীগে নেতা আলমগীর আজম খোকাকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে নিজ বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করে।
আলমগীর আজম খোকা চুয়াডাঙ্গার পৌর এলাকার সাদেক আলী মল্লিকপাড়ার মৃত. ছাব্দার হোসেনের ছেলে। তিনি জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শরিউতুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকালে নাশকতা মামলায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। দুপুরেই আদালতে সোপর্দ করা হয়েছে।
জানা যায়, গত ১৯ আগস্ট জেলা ছাত্রদলের সহ সভাপতি পৌর এলাকার কলোনীপাড়ার শাহাবুদ্দীন বাদী হয়ে সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনসহ বেশ কয়েকজনের নাম উল্লেখ করে একটি নাশকতা মামলা দায়ের করেন। ওই মামলায় যুবলীগ নেতা আলমগীর আজম খোকা ২নং আসামি।
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে চুয়াডাঙ্গা কোর্ট মোড় এলাকায় সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালানোর অভিযোগ রয়েছে যুবলীগ নেতা খোকার বিরুদ্ধে।
সুত্র – দৈনিক আকাশ খবর
এএইচ
রেডিও চুয়াডাঙ্গা ডেস্ক 






















