চুয়াডাঙ্গার দর্শনায় ডাকাতদলের সদস্যরা একটি বাড়িতে ঢোকার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে বলে খবর পাওয়া গেছে।
আজ শুক্রবার (২৫ অক্টোবর) রাত ১টার দিকে দর্শনার মোহাম্মদপুর গ্রামের ইলাহি মণ্ডলের ছেলে আমিরুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।
তবে স্থানীয়রা ডাকাতদলের সদস্যদের উপস্থিতি টের পেলে মোহাম্মদপুর জামে মসজিদের মাইকে সতর্ক করে মাইকে ঘোষনা করা হয়। এরপরই ডাকাতদলের সদস্যরা পালিয়ে যায়।

দর্শনা থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইব্রাহিম রেডিও চুয়াডাঙ্গাকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ডাকাতদল না, কয়েকজন চোর চুরির চেষ্টা চালিয়েছিল বলে ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জেনেছি। তবে তারা কোন কিছু নিতে পারেনি। স্থানীয়রা টের পেলে তারা পালিয়ে যায়।
দর্শনা থানা ছাত্রদলের ১ নং যুগ্ম আহ্বায়ক রিয়েল ইসলাম লিয়ন রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, বিষয়টি আমিও শুনেছি। ডাকাতদল আমিরুল ইসলামের বাড়িতে ঢোকার চেষ্টা করেছিল। স্থানীয়রা টের পেলে পরবর্তী মসজিদের মাইকে ঘোষনা করলে তারা পালিয়ে যায়।
এ ব্যাপারে জানতে ভুক্তভোগী আমিরুল ইসলামের ব্যক্তিগত নাম্বারে একাধিকবার কল করা হলে তিনি রিসিভ করেননি।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিক ব্যক্তি ডাকাতের ঘটনায় মসজিদের মাইকে ঘোষনার কথা উল্লেখ করে পোস্ট করতে দেখা যায়। তাদের পোস্টের মন্তব্যের ঘরে একাধিক ব্যক্তি লিখেছেন, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং স্থানীয়রা বিষয়টি টের পেলে ডাকাতদল পালিয়ে যায়।
এএইচ