চুয়াডাঙ্গার আলোচিত নারী রুপা খাতুনের বিরুদ্ধে বিয়ের নামে প্রতারণা করে একাধিক পুরুষের অর্থ-সম্পদ লুটপাট, জালিয়াতি, এবং নিরীহ লোকদের মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে।
এ ঘটনায় জীবননগর পৌরসভার ইসলামপুর গ্রামের মিরাজুল ইসলাম মামুনসহ অনেকেই এই প্রতারণার শিকার হয়েছেন।
ভুক্তভোগী মিরাজুল ইসলাম জীবননগর থানায় একটি জিডি করেছেন।
আজ রোববার (১৩ অক্টোবর) চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক সময়ের সমীকরণে প্রিন্ট ও অনলাইন সংস্করণে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সময়ের সমীকরণকে মিরাজুল ইসলাম বলেন, রুপা তাকে বিয়ের পর উচ্ছৃঙ্খল জীবনযাপন করতেন এবং প্রতিবাদ করলে তাকে বাড়িতে আটক করে রাখেন। পরে মিরাজুল পালিয়ে এলে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন রুপা। রুপা মাদকের লাইসেন্স নিয়ে মাদক বিক্রি ও দেহ ব্যবসার সাথে জড়িত ছিলেন।
জীবননগর থানা পুলিশের পরিদর্শক (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস সময়ের সমীকরণের প্রতিবেদককে বলেন, মিরাজুল ইসলাম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে রুপা খাতুনের মন্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এএইচ
পাঠকপ্রিয় অনলাইন ‘রেডিও চুয়াডাঙ্গাতে’ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news.radiochuadanga@gmail.com ঠিকানায়।