চুয়াডাঙ্গায় বিদেশি পিস্তল ও গুলিসহ সাহারুল ইসলাম (৩৭) নামে একজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।
বুধবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা পৌর এলাকার মোবারকপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার সাহারুল চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা মোবারক পাড়ার পিয়ার আলীর ছেলে।
সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প কমান্ডার লে. কর্নেল আবেদীনের নেতৃত্বে দর্শনা মোবারক পাড়ায় সাহারুলের বাড়িতে অভিযান চালায় সেনাবাহিনীর একটি দল। এ সময় গোপন তথ্য অনুযায়ী বাড়ির পেছনে পুতে রাখা অবস্থায় যুক্তরাষ্ট্রের তৈরি একটি নাইন এম এম পিস্তল ও দুই রাউন্ড গুলি এবং একটি মোবাইল উদ্ধার করা হয়। পরে দর্শনা থানায় তাকে হস্তান্তর করা হয়।

দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) শহীদ তিতুমির রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, একটি বিদেশী পিস্তল, অভিযুক্ত শাহাবুলকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এএইচ
পাঠকপ্রিয় অনলাইন ‘রেডিও চুয়াডাঙ্গাতে’ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news.radiochuadanga@gmail.com ঠিকানায়।