চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা্র রায়পুরে দশম শ্রেনির একটি স্কুলছাত্রীকে নিয়ে অজানা উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন সুমন হোসেন নামের এক পুলিশ সদস্য।
আজ শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে জীবননগর পুলিশের পরিদর্শক (ওসি) এস এম জাবীদ হাসান রেডিও চুয়াডাঙ্গাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
আলমডাঙ্গায় বিষের বোতল হাতে নিয়ে যুবকের বাড়িতে প্রবাসীর স্ত্রীর অনশন
পুলিশ সুত্রে জানা যায়, কনস্টেবল সুমন হোসেন জীবননগর থানাধীন রায়পুর পুলিশ ক্যাম্পে কর্মরত থাকাকালীর সময়ে ওই স্কুলছাত্রী সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিষয়টি জানাজানি হলে কনস্টেবল সুমন হোসেনকে রায়পুর ক্যাম্প থেকে সরিয়ে জেলা পুলিশ লাইন্সে পাঠানো হয়। এরপর চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানাধীন জামজামি পুলিশ ক্যাম্পে বদলী করা হয়। সেখানে মোবাইলের মাধ্যমে গত ৬-৭ মাস যাবত যোগাযোগ অব্যাহত রাখে। গত ৩০ সেপ্টেম্বর তারা দুজন ঝিনাইদহের কোটচাঁদপুর এলাকায় চলে যায়। এরপর ওই স্কুলছাত্রীর পিতার জীবননগর থানায় বিষয়টি জানালে স্কুলছাত্রীকে উদ্ধার করতে সক্ষম হলেও কনস্টেবল সুমন হোসেনের কোন হদিস মেলেনি।
আরও পড়ুন
চুয়াডাঙ্গায় স্ত্রীকে পরকীয়া প্রেমিকের সঙ্গে বিয়ে দিয়ে স্বামীর দুধ দিয়ে গোসল
জীবননগর থানা পুলিশের পরিদর্শক (ওসি) এস এম জাবীদ হাসান রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠলে বিষয়টি জানতে পেরে রায়পুর থেকে তাকে সরিয়ে দেয়া হয়। এরপর তারা যোগাযোগ অব্যাহত রাখে। গত ৩০ তারিখ তারা কোদচাঁদপুর এলাকায় চলে যায়। স্কুলছাত্রী আমাদের হেফাজতে আছে। ওই কনস্টেবল সুমন হোসেনের হদিস পাওয়া যায়নি। তাকে র্যাবে বদলী করা হলেও যোগদান করেনি। স্কুলছাত্রীর পিতা মামলা করলে আমরা মামলা নিব।
এএইচ