আরবি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিতে এসে আটক হওয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাখা ছাত্রলীগের দুই নেতাকে কারাগারে পাঠানো হয়েছে।
কারাগারে প্রেরণ করা দুই ছাত্রলীগ নেতা হলেন- ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয় সম্পাদক শাহিনুর পাশা এবং নাট্য ও বিতর্ক সম্পাদক আল আমিন। তারা দুজনই বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় কুষ্টিয়া মডেল থানা পুলিশের ওসি মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের নামে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। তাদের মামলার নম্বর ১৩।
আরও পড়ুন
চুয়াডাঙ্গায় ছাত্রলীগ নেতার হয়ে টানা ৮ দিন পরিক্ষা , ১ বছরের কারাদণ্ড
এর আগে গতকাল বুধবার আরবি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলছিল। তাদের পরীক্ষা দিতে আসার খবর পেয়ে বিভাগের সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।
পরে তাদেরকে বিশ্ববিদ্যালয়ের গাড়িতে করে বের করে দেওয়ার চেষ্টা করলে শিক্ষার্থীরা পথ অবরোধ করেন। শিক্ষক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা দুই নেতাকে তাদের হেফাজতে নেন। পরে প্রক্টরের উপস্থিতিতে তাদের ইবি থানা পুলিশের হেফাজতে সোপর্দ করা হয়। পরে আজ বৃহস্পতিবার কুষ্টিয়া মডেল থানায় মামলা করা হয়।
জানা যায়, মামলার বাদী কুমারখালী উপজেলার জিলহজ হোসেন। দণ্ডবিধি ১৮৬০-এর ১৪৩, ১৪৭, ১৪৯, ৩৪১, ৩২৩, ৩২৫, ৩২৬, ৩০৭ ও ১১৪ ধারায় এই মামলা হয়েছে।
সুত্র – ঢাকা পোস্ট
এএইচ