চুয়াডাঙ্গা শহরের প্রাণকেন্দ্র শহিদ হাসান চত্বর থেকে বিদেশী মদ সহ সেলিম গাজী (৪৭) নামের এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা জেলা পুলিশ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।
আটক সেলিম গাজী চাঁদপুর সদর থানাধীন কৃষ্ণপুর গ্রামের ফজলু হকের ছেলে৷
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার ভোরে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের এক দল শহরের শহিদ হাসান চত্বরে পুলিশ বক্সের সামনে থেকে সেলিম গাজীকে আটক করে। এ সময় তার নিকট থেকে বিভিন্ন ব্রান্ডের ২৬ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মদ জব্দ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটককৃত সেলিম গাজীর বিরুদ্ধে চুয়াডাঙ্গা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।
এএইচ
One thought on “চুয়াডাঙ্গায় পুলিশ বক্সের সামনে থেকে বিদেশী মদসহ সেলিম গাজী আটক”