চুয়াডাঙ্গা শহরের হকপাড়ায় যৌথবাহিনী অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী নয়নকে (৩৪) গ্রেপ্তার করেছে। এসময় তার নিকট থেকে ৩২০পিচ ট্যাপেনটাডোল ট্যাবলেব জব্দ করা হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে শহরের হকপাড়ায় অভিযান পরিচালনা করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনাবাহিনীর একটি দল।
গ্রেপ্তার নয়ন চুয়াডাঙ্গা শহরের হকপাড়ার মুনছুর আলীর ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে হকপাড়ায় অভিযান পরিচালনা করেন যৌথবাহিনীর সদস্যরা। এসময় তার শরীর তল্লাশি করে ৩২০ পিচ ট্যাপেনটাডোল ট্যাবলেব সহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী নয়ন গ্রেপ্তার করতে সক্ষম হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তার নয়ন ১৮ পিচ ফেনসিডিলের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী। অভিযানে ২১ সদস্যর একটি সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একটি টিম উপস্থিত ছিলেন। এ ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন বাদী হয়ে গ্রেপ্তার নয়নের বিরুদ্ধে সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
এএইচ