চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন এবং দাপ্তরিক কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বীকৃতি স্বরূপ পুলিশের বিভিন্ন পদমর্যাদার ১৫ জন পুলিশ সদস্যকে ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মার্চ) পুলিশ লাইন্স ড্রিল শেডে জেলা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। কল্যাণ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান (পিপিএম-সেবা)।

এসময় তিনি সভায় অংশগ্রহণকারী সকল অফিসার-ফোর্সদের কথা মনোযোগ সহকারে শোনেন এবং পূর্ববর্তী কল্যাণ সভায় উপস্থাপিত বিষয়ে সমাধানসহ সার্বিক বিষয়ে আলোচনা করেন।
এছাড়াও সভায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন এবং দাপ্তরিক কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বীকৃতি স্বরূপ পুলিশের বিভিন্ন পদমর্যাদার ১৫ জন সদস্যকে ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মো. রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা, পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার হুমায়রা আক্তার ও পুলিশ পরিদর্শক (ডিএসবি) সাইফুল ইসলাম।

পুরস্কারপ্রাপ্ত ১৫ জনের মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ চুয়াডাঙ্গা সদর থানার (ওসি) সেকেন্দার আলী, শ্রেষ্ঠ এসআই (থানা পর্যায়ে) মো. ফিরোজ হোসেন, শ্রেষ্ঠ এএসআই (থানা পর্যায়ে) আহসান কবির, শ্রেষ্ঠ এসআই (ফাঁড়ি/ক্যাম্প পর্যায়ে) হারুন অর রশিদ ও মসলেম উদ্দিন, সর্বোচ্চ সাজা ওয়ারেন্ট নিষ্পত্তি এসআই এস এম রায়হান ও এএসআই জহিরুল ইসলাম, শ্রেষ্ঠ সার্জেন্ট নবাব আলী, বিশেষ পারফরম্যান্স (হারানো মোবাইল ও বিকাশের টাকা উদ্ধার) এএসআই রজিবুল হক, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, বিশেষ পুরস্কার পুলিশ পরিদর্শক (ইনচার্জ, বিভাগীয় ভান্ডার) কাশেম আলী বিশ্বাস, এএসআই মিতা রানী বিশ্বাস, ষ্টোনো-১; দেলোয়ার হোসেন ও হাসিবুল হাসান সোহান (ফটোগ্রাফার), সোহেল রানা ও জব্বার হোসেন।

পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান তাদের ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেন। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশের সকল অফিসার ইনচার্জ, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই, আরওআই, টিআই (প্রশাসন), সকল ক্যাম্প ইনচার্জসহ বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ।
এএইচ