চুয়াডাঙ্গা শহরে মাথাভাঙ্গা ব্রিজের উপর দ্রুতগতির দুটি মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন গুরুতর আহত হয়েছেন।
তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে আহত নোমানের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছেন।

আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা শহরে মাথাভাঙ্গা ব্রিজের উপর এ দূর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়াড়ের মুকুল হোসেনের ছেলে কৌশিক (২৪), আলমডাঙ্গা উপজেলার আসমানখালী এলাকার স্বপন মিয়ার ছেলে নোমান (২৩) ও একই এলাকার হাসান মিয়ার ছেলে আলামিন হোসেন (২০)।
আরও পড়ুন
চুয়াডাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে চালক নিহত, আহত ২
স্থানীয়রা জানান, মাথাভাঙ্গা ব্রিজের উপর দ্রুতগতিতে আসা দুই মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলে থাকা তিনজন আরোহী গুরুতর আহত হয়। পরে স্থানীয় ব্যক্তিরা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।

সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল কাদের রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, নোমানের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকি দুজনের মধ্যে একজনের মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন। তাকে ভর্তি করে পর্যবেক্ষণে রাখা হয়েছে। বাকি একজন শঙ্কামুক্ত।
এএইচ