০৯:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় শর্ট সিলেবাসের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন, সাংবাদিকরা না আসায় সড়ক অবরোধ

সিলেবাস সংক্ষিপ্ত চেয়ে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত জেলার বিভিন্ন মাধ্যমিকের শিক্ষার্থীরা চুয়াডাঙ্গা শহরের প্রাণকেন্দ্র শহিদ হাসান চত্বরে এই কর্মসূচি পালন করে।

এদিকে, সংবাদ প্রচার না হওয়া এবং সংবাদকর্মীরা শিক্ষার্থীদের কর্মসূচিতে না আসায় প্রায় ২ ঘন্টা শহরের চৌরাস্তা মোড়ে সড়ক অবরোধ করে তারা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে সংবাদকর্মীরা সেখানে পৌছালে তাদের দাবি তুলে ধরে শিক্ষার্থীরা। এরপরই শিক্ষার্থীরা সড়ক থেকে সরে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিবুল আলম ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. আশিস মোমতাজ। তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং শিক্ষার্থীদের দাবি লিখিতভাবে জেলা প্রশাসক কিংবা উপজেলা প্রশাসনের নিকট দেয়ার অনুরোধ করেন।

চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী হাসান শাহরিয়ার অপূর্ব রেডিও চুয়াডাঙ্গাকে জানায়, এ বছর কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতনের আন্দোলনসহ বিভিন্ন কর্মসূচি পালন হওয়ায় তাদের পড়াশোনায় ব্যাঘাত ঘটেছে। এ ছাড়া অর্ধবার্ষিক পরীক্ষা সম্পূর্ণ শেষ না হওয়ায় তারা তেমন অভিজ্ঞতা অর্জন করতে পারেনি। এ অবস্থায় তাদের যে সিলেবাস দেওয়া হয়েছে, তা অনুযায়ী পরীক্ষার প্রস্তুতির পর্যাপ্ত সময় নেই।

শিক্ষার্থী হাসান শাহরিয়ার অপূর্ব আরও জানায়, আমাদের কর্মসূচি ছিল সংক্ষিপ্ত সিলেবাসের দাবিতে মানববন্ধন ও মার্চ টু চুয়াডাঙ্গা চৌরাস্তা। তবে সকাল থেকে আমাদের কর্মসূচিতে কোন সংবাদকর্মী সংবাদ সংগ্রহ করতে না আসায় আমরা সড়ক অবরোধ করেছিলাম। এটা আমাদের কর্মসূচির মধ্যে ছিল না। পরে সংবাদকর্মীরা আসলে আমরা আমাদের দাবিটা জানায়। আমরা আশাবাসি আমাদের দাবিটা প্রত্যেক গণমাধ্যম প্রকাশ করবে।

কর্মসূচিতে শিক্ষার্থীদের মধ্যে, চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী হাসান শাহরিয়ার অপূর্ব, হাসিবুর রহমান রাহাত, সাকিউল ইসলাম প্লাবন, এনজামুল তাহমিদ আলভি, চুয়াডাঙ্গা সরকারী বালিকা উচ্চ বিদ্যাদলয়ের শিক্ষার্থী ফাতেমাতুজ জোহরা হাবিবা, চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থি ওয়ালিদ হোসেন সহ জেলার বিভিন্ন মাধ্যমিকের শিক্ষার্থীরা উপস্থিত ছিল।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, শিক্ষার্থীদের সংবাদ কোন গণমাধ্যমে প্রচার হচ্ছেনা। সেখানে কোন সংবাদকর্মীরা না আসায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছিল। তাদেরকে বলেছি বিষয়টি জেলা প্রশাসককে জানাতে।

চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিবুল আলম রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, আমি ঘটনাস্থলে পৌছে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। তাদের দাবি লিখিত আকাশে জেলা প্রশাসক বা উপজেলা প্রশাসনের কাছে দিতে বলেছি। আমরা উর্দ্বতণ কর্তৃপক্ষকে বিষয়টি জানাবো। শিক্ষার্থীরা আমার কথা শুনেছেন। এরপর সংবাদকর্মীদের নিকট ইন্টারভিও দিতে চলে যায়। আমরাও সেখান থেকে চলি আসি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

এক চাকা নিয়ে ঢাকায় অবতরণ করলো বিমানের ফ্লাইট, নিরাপদে ৭১ যাত্রী

চুয়াডাঙ্গায় শর্ট সিলেবাসের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন, সাংবাদিকরা না আসায় সড়ক অবরোধ

প্রকাশের সময় : ০৪:০৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

সিলেবাস সংক্ষিপ্ত চেয়ে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত জেলার বিভিন্ন মাধ্যমিকের শিক্ষার্থীরা চুয়াডাঙ্গা শহরের প্রাণকেন্দ্র শহিদ হাসান চত্বরে এই কর্মসূচি পালন করে।

এদিকে, সংবাদ প্রচার না হওয়া এবং সংবাদকর্মীরা শিক্ষার্থীদের কর্মসূচিতে না আসায় প্রায় ২ ঘন্টা শহরের চৌরাস্তা মোড়ে সড়ক অবরোধ করে তারা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে সংবাদকর্মীরা সেখানে পৌছালে তাদের দাবি তুলে ধরে শিক্ষার্থীরা। এরপরই শিক্ষার্থীরা সড়ক থেকে সরে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিবুল আলম ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. আশিস মোমতাজ। তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং শিক্ষার্থীদের দাবি লিখিতভাবে জেলা প্রশাসক কিংবা উপজেলা প্রশাসনের নিকট দেয়ার অনুরোধ করেন।

চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী হাসান শাহরিয়ার অপূর্ব রেডিও চুয়াডাঙ্গাকে জানায়, এ বছর কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতনের আন্দোলনসহ বিভিন্ন কর্মসূচি পালন হওয়ায় তাদের পড়াশোনায় ব্যাঘাত ঘটেছে। এ ছাড়া অর্ধবার্ষিক পরীক্ষা সম্পূর্ণ শেষ না হওয়ায় তারা তেমন অভিজ্ঞতা অর্জন করতে পারেনি। এ অবস্থায় তাদের যে সিলেবাস দেওয়া হয়েছে, তা অনুযায়ী পরীক্ষার প্রস্তুতির পর্যাপ্ত সময় নেই।

শিক্ষার্থী হাসান শাহরিয়ার অপূর্ব আরও জানায়, আমাদের কর্মসূচি ছিল সংক্ষিপ্ত সিলেবাসের দাবিতে মানববন্ধন ও মার্চ টু চুয়াডাঙ্গা চৌরাস্তা। তবে সকাল থেকে আমাদের কর্মসূচিতে কোন সংবাদকর্মী সংবাদ সংগ্রহ করতে না আসায় আমরা সড়ক অবরোধ করেছিলাম। এটা আমাদের কর্মসূচির মধ্যে ছিল না। পরে সংবাদকর্মীরা আসলে আমরা আমাদের দাবিটা জানায়। আমরা আশাবাসি আমাদের দাবিটা প্রত্যেক গণমাধ্যম প্রকাশ করবে।

কর্মসূচিতে শিক্ষার্থীদের মধ্যে, চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী হাসান শাহরিয়ার অপূর্ব, হাসিবুর রহমান রাহাত, সাকিউল ইসলাম প্লাবন, এনজামুল তাহমিদ আলভি, চুয়াডাঙ্গা সরকারী বালিকা উচ্চ বিদ্যাদলয়ের শিক্ষার্থী ফাতেমাতুজ জোহরা হাবিবা, চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থি ওয়ালিদ হোসেন সহ জেলার বিভিন্ন মাধ্যমিকের শিক্ষার্থীরা উপস্থিত ছিল।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, শিক্ষার্থীদের সংবাদ কোন গণমাধ্যমে প্রচার হচ্ছেনা। সেখানে কোন সংবাদকর্মীরা না আসায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছিল। তাদেরকে বলেছি বিষয়টি জেলা প্রশাসককে জানাতে।

চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিবুল আলম রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, আমি ঘটনাস্থলে পৌছে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। তাদের দাবি লিখিত আকাশে জেলা প্রশাসক বা উপজেলা প্রশাসনের কাছে দিতে বলেছি। আমরা উর্দ্বতণ কর্তৃপক্ষকে বিষয়টি জানাবো। শিক্ষার্থীরা আমার কথা শুনেছেন। এরপর সংবাদকর্মীদের নিকট ইন্টারভিও দিতে চলে যায়। আমরাও সেখান থেকে চলি আসি।