শখ করে চাচাতো ভাইয়ের মোটরসাইকেল নিয়ে ঘোরাঘুরির সময় নিয়ন্ত্রণ হারিয়ে জীবন হোসেন (১৯) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১২ মার্চ) সকালে চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার হারদি-ওসমানপুর সড়কে এদুর্ঘটনা ঘটে।
নিহত জীবন হোসেন কুষ্টিয়া জেলার মীরপুর উপজেলার মালিহাদ ইউনিয়নের রাজনগর গ্রামের মো. রশিদুল ইসলামের ছেলে।
নিহত জীবন হোসেন কুষ্টিয়া জেলার মীরপুর উপজেলার মালিহাদ ইউনিয়নের রাজনগর গ্রামের মো. রশিদুল ইসলামের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে আলমডাঙ্গার ওসমানপুর ক্যাম্পের পুলিশ জানায়, জীবন দ্রুতগতিতে মোটরসাইকেল নিয়ে ঘোরাঘুরি করছিলেন। এ সময় আলমডাঙ্গার হারদি-ওসমানপুর সড়কে মোটসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (হারদি হাসপাতাল) নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।

ওসমানপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) কায়েস মাহমুদ রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লাগে। পরে স্থানীয়রা জীবনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত চলছে। নিহতের পরিবার ও আমার উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এএইচ