গত রোববার থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভাগীয় ও জেলা পর্যায়ের সফর শুরু হয়েছে। এ সফরে ছাত্র আন্দোলনের সমন্বয়ক দল প্রতিটি জেলার অভ্যুত্থান ঘটানো ছাত্র-জনতা, রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করছেন।
এরই ধারাবাহিকতায় বুধবার (১১ সেপ্টেম্বর) চুয়াডাঙ্গায় ছাত্র-জনতা মৈত্রী সফরে আসছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১০ সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল।
দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবে চুয়াডাঙ্গার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
জানা গেছে, জনমত গঠনসহ স্থানীয় ছাত্র-জনতার কথা শুনতে কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেই ধারাবাহিকতায় জেলা সফরে যাচ্ছে প্রতিনিধি দল।
খুলনা বিভাগের ১০ জনকে দায়িত্ব দেয়া হয়েছে। পর্যায়ক্রমে খুলনা বিভাগের ১০ জেলায় প্রতিনিধিরা একদিন করে বিভিন্ন কর্মসূচি পালন করবেন।

এর মধ্যে স্থানীয় সমন্বয়কদের সাথে মতবিনিময়, শহীদ পরিবার ও গুরুতর আহতদের সাথে সাক্ষাৎ, স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের সাথে মতবিনিময় উল্লেখযোগ্য কর্মসূচি বলে জানা গেছে।
ছাত্র-জনতার মৈত্রী সফরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্যাডে খুলনা বিভাগের দায়িত্ব দেয়া ১০ জন হলেন- ওয়াহেদ উজ্জামান, আকরাম হোসাইন রাজ, আশরেফা খাতুন, আবু বকর খান, ফারহানা ফারিনা, মুইনুল ইসলাম, বিশ্বজিৎ দত্ত, তৌহিদ ইসলাম শুভ, মো. বাবু খান ও জান্নাত।
চুয়াডাঙ্গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম শিক্ষার্থী সাফফাতুল ইসলাম বলেন, ছাত্র-জনতার মৈত্রী সফর উপলক্ষে আমাদের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। বুধবার বেলা তিনটায় চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে একটি জনসভা ও একটি ইনডোর মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। জনসভায় শিক্ষার্থীসহ সাধারণ মানুষ অংশ নেবেন। মতবিনিময় সভায় রাজনৈতিক ব্যক্তিবর্গ, নেতৃত্বস্থানীয় ও সুধীজনেরা উপস্থিত থাকবেন।
সুত্র : দৈনিক সময়ের সমীকরণ
এএইচ