চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার উথলী বাজারে টিনের চাল কেটে দুই প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটেছে।
একই রাতে দুই দোকানে চুরির ঘটনায় বাজারের অন্যান্য ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে।
হার্ডওয়্যার ব্যবসায়ী চপল মিয়া বলেন, দোকানে টিনের চাল কেটে চোর দোকানে প্রবেশ করে। নগদ অর্থসহ আনুমানিক ৫০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে।
ভুক্তভোগী রাশিদুল ইসলাম জানান, সকালে সিসিটিভি ভিডিওতে দেখা যায়, রাত ১২টার দিকে এক ব্যক্তি টিনের চাল কেটে দোকানের মধ্যে প্রবেশ করে এবং সিসি ক্যামেরার তার কেটে দেয়। দোকানে থাকা বিভিন্ন কীটনাশক, ওষুধ ও ক্যাশবাক্স ভেঙ্গে নগদ অর্থসহ অন্তত দেড় লাখ টাকার মালামাল চুরি করেছে।
এ ঘটনায় ভুক্তভোগী মেসার্স রাজ ট্রেডার্সের সত্ত্বাধিকারী রাশিদুল ইসলাম ও হার্ডওয়্যার ব্যবসায়ী চপল মিয়ার পক্ষ থেকে জীবননগর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
এএইচ