চুয়াডাঙ্গার দামুড়হুদায় আলমসাধু ও পাওয়ারট্রলির সংঘর্ষে আমিরুল ইসলাম নামের (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এঘটনায় বিপুল (২৭) নামের এক যুবক আহত হয়েছেন।
শনিবার (২৪ আগস্ট) দুপুর দেড়টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীরত অবস্থায় বৃদ্ধ আমিরুল ইসলাম মারা যান।
নিহত বৃদ্ধ আমিরুল ইসলাম দামুড়হুদা উপজেলার দুধপাতিলা গ্রামের মৃত আত্তাব মন্ডলের ছেলে ও আহত বিপুল একউ গ্রামের সেলিম উদ্দিনের ছেলে।
পারিবারিক সুত্রে জানা গেছে, শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার ছোট দুধপাতিলা গ্রামের বটতলায় আলমসাধু ও পাওয়ারট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বৃদ্ধ আমিরুল ইসলাম ও বিপুল গুরুতর আহত হয়। স্থানীয়রা দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। শনিবার দুপুরে চিকিৎসারত অবস্থায় বৃদ্ধ আমিরুল ইসলাম মারা যান। আহত বিপুল বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন বলে পারিবারিক ভাবে জানা যায়।
দামুড়হুদা মডেল থানার পরিদর্শক (ওসি) আলমগীর কবীর বলেন, অভিযোগ না থানায় আবেদনের পরিপেক্ষিতে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 






















