০৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় সাংবাদিকদের মানববন্ধন

দেশের শীর্ষ মিডিয়া হাউস ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে ন্যক্কারজনক হামলা ও ভাঙচুরের প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে চুয়াডাঙ্গায় কর্মরত গণমাধ্যমকর্মীরা।

মঙ্গলবার (২০ আগস্ট) বেলা সাড়ে ১২টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে গণমাধ্যমকর্মীরা বলেন, বর্তমান অর্ন্তবর্তীকালীন নিরপেক্ষ সরকারের আমলে গণমাধ্যমের উপর হামলার ঘটনা দুঃখজনক। গণমাধ্যমকর্মীরা জনগনের পক্ষে কাজ করে দেশকে এগিয়ে নিচ্ছে। ছাত্র-জনতার আন্দোলনেও গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলো। সেই সঙ্গে এই সন্ত্রাসী হামলায় জড়িত দুর্বৃত্তদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার ও শাস্তির আওতায় আনার দাবি জানান।

এমন হামলা স্বাধীন গণমাধ্যমের জন্য হুমকি স্বরূপ উল্লেখ করে সাংবাদিক নেতারা বলেন, নতুন বাংলাদেশ এমনটি কেউই আশা করে না। এমন কর্মকাণ্ড প্রতিরোধ করা না গেলে ছাত্রজনতার বিশাল অর্জন ম্লান হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচি, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি মানিক আকবর, সিনিয়র সাংবাদিক আজাদ মালিতা, নাজমুল হক স্বপন, শাহ আলম সনি, রফিকুল ইসলাম, এমএ মামুন, হুসাইন মালিক, মাহফুজ মামুন, জান্নাতুল আওয়লিয়া নিশি, আহসান আলম ও মেহেরাব্বিন সানভী প্রমূখ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

এক চাকা নিয়ে ঢাকায় অবতরণ করলো বিমানের ফ্লাইট, নিরাপদে ৭১ যাত্রী

ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় সাংবাদিকদের মানববন্ধন

প্রকাশের সময় : ০৬:৫৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪

দেশের শীর্ষ মিডিয়া হাউস ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে ন্যক্কারজনক হামলা ও ভাঙচুরের প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে চুয়াডাঙ্গায় কর্মরত গণমাধ্যমকর্মীরা।

মঙ্গলবার (২০ আগস্ট) বেলা সাড়ে ১২টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে গণমাধ্যমকর্মীরা বলেন, বর্তমান অর্ন্তবর্তীকালীন নিরপেক্ষ সরকারের আমলে গণমাধ্যমের উপর হামলার ঘটনা দুঃখজনক। গণমাধ্যমকর্মীরা জনগনের পক্ষে কাজ করে দেশকে এগিয়ে নিচ্ছে। ছাত্র-জনতার আন্দোলনেও গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলো। সেই সঙ্গে এই সন্ত্রাসী হামলায় জড়িত দুর্বৃত্তদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার ও শাস্তির আওতায় আনার দাবি জানান।

এমন হামলা স্বাধীন গণমাধ্যমের জন্য হুমকি স্বরূপ উল্লেখ করে সাংবাদিক নেতারা বলেন, নতুন বাংলাদেশ এমনটি কেউই আশা করে না। এমন কর্মকাণ্ড প্রতিরোধ করা না গেলে ছাত্রজনতার বিশাল অর্জন ম্লান হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচি, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি মানিক আকবর, সিনিয়র সাংবাদিক আজাদ মালিতা, নাজমুল হক স্বপন, শাহ আলম সনি, রফিকুল ইসলাম, এমএ মামুন, হুসাইন মালিক, মাহফুজ মামুন, জান্নাতুল আওয়লিয়া নিশি, আহসান আলম ও মেহেরাব্বিন সানভী প্রমূখ।