ভারত থেকে বাংলাদেশে পাচারকালে চুয়াডাঙ্গার দর্শনা ঠাকুরপুর সীমান্তে ১৬ কেজি ভারতীয় চান্দি রুপা উদ্ধার করেছে বর্ডার গার্ড (বিজিবি-৬)। এসময় পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।
আজ শনিবার (১৭ আগস্ট) চুয়াডাঙ্গা-৬ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারত হতে বাংলাদেশে রুপা পাচার করা হবে, এমন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে বিজিবির একটি বিশেষ টহলদল সীমান্ত মেইন পিলার ৮৯ হতে আনুমানিক দেড় কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে ঠাকুরপুর কদমতলা বাজার মোড় পাঁকা রাস্তার পাশে অবস্থান করেন।

এ সময় অজ্ঞাত এক ব্যক্তিকে মোটরসাইকেলযোগে যেতে দেখলে টহলদল তাকে থামতে সংকেত দেন। তখন মোটরসাইকেলটি ফেলে দৌড়ে মাঠের মধ্যে পালিয়ে যায়। পরবর্তীতে মোটরসাইকেলে থাকা একটি প্লাস্টিকের ব্যাগের ভিতরে স্কচটেপ দিয়ে মোড়ানো পলিথিনের ব্যাগের ভিতর থেকে ১৬ কেজি ৩০০ গ্রাম বা ১৩৯৭.৪৬ ভরি ওজনের ভারতীয় চান্দি রুপা জব্দ করে।
লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমান রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, জব্দকৃত চান্দি রুপার আনুমানিক বাজার মূল্য ২৯ লাখ ৩৪ হাজার ৬৬৬ টাকা। রূপাগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে। এঘটনায় বিজিবির পক্ষ থেকে বাদী হয়ে দর্শনা থানায় মামলা দায়ের করা হয়েছে।
এএইচ