চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনার ৯ দিন পর মারা গেলেন মাখালডাঙ্গা গ্রামের কলেজছাত্রী আফরোজা খাতুন (১৮)।
শনিবার (১০ আগস্ট) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আফরোজা খাতুন চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা গ্রামের মসজিদপাড়ার আকমান হোসেনের মেয়ে। তিনি চুয়াডাঙ্গা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।
মাখালডাঙ্গা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের (ইউপি) সদস্য আনারুল হোসেন রেডিও চুয়াডাঙ্গাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, গত ১ আগস্ট নিজ বাড়ি থেকে বাবার মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গা শহরে আসছিলেন আফরোজা খাতুন। বেলগাছি গ্রামের মধ্যে ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে আফরোজা খাতুন মোটরসাইকেলের পিছন থেকে ছিটকে রাস্তায় পড়লে তার শরীরের উপর দিয়ে ইজিবাইকের চাকা চলে যায়। পরে স্থানীয়রা বাবা-মেয়েকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।
নিহতের পরিবারের সদস্যরা জানায়, ঘটনার দিন সদর হাসপাতাল থেকে চিকিৎসক রেফার্ড করলে সেদিনই উন্নত চিকিৎসার জন্য আফরোজাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। টানা ৯ দিন পর শনিবার সকালে সেখানে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে, বিকেলে মরদেহ গ্রামের বাড়িতে পৌছালে কান্নায় ভেঙ্গে পড়তে দেখা যায় স্বজনদের৷ মেয়েকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন বাবা-মা।
মাখালডাঙ্গা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের (ইউপি) সদস্য আনারুল হোসেন রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, সড়ক দুর্ঘটনায় ৯ দিন পর চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয়েছে। শনিবার দাফনকাজ সম্পন্ন করা হয়েছে।
এএইচ