১১:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সমন্বয়ক প্রান্তকে মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারে দাবি

চুয়াডাঙ্গায় ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন

সারা দেশে ছাত্র-জনতার ওপর গণহত্যা ও গণগ্রেপ্তার, হামলা-মামলার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করেছেন চুয়াডাঙ্গার শিক্ষার্থীরা।

আজ বুধবার (৩১ জুলাই) সকাল ১০ টার দিকে চুয়াডাঙ্গা সরকারী কলেজে ও বেলা ১২ টার দিকে আলমডাঙ্গার মুন্সিগঞ্জে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

বিক্ষোভে বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ চুয়াডাঙ্গা সরকারি কলেজ, মহিলা কলেজ ছাড়াও শহরের বিভিন্ন কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ সময় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অনেকের হাতেই ছিল জাতীয় পতাকা ও মুখে লাল কাপড় বাধা।

কর্মসূচিতে অংশ নিতে আসা শিক্ষার্থীরা স্লোগান দেন ‘শিশুর বুকে বুলেট কেন, জবাব চাই, বিচার চাই’, উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘তুমি কে আমি কে’ সহ বিভিন্ন স্লোগান দেন তারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গার অন্যতম সমন্বয়ক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল সাহারিয়ার প্রান্ত’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিসহ ৯ দফা দাবি তুলে ধরা হয়। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালানোর ঘোষণা দেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, কোটা সংস্কার আন্দোলনে সরকারি বিভিন্ন বাহিনী, ছাত্রলীগ-যুবলীগ গুলি করে ছাত্র ও সাধারণ মানুষকে হত্যা করেছে। আর পুলিশ নিরীহ শিক্ষার্থীদের গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে।

আন্দোলনের আর এক সমন্বয়ক আসলাম হোসেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, হামলা করে মামলা দিয়ে ভয় দেখিয়ে শিক্ষার্থীদের যৌক্তিক এই আন্দোলন থেকে সরানো যাবে না। ৯ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাঁরা ঘরে ফিরে যাবেন না। রাজপথের আন্দোলন চলছে, চলবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

এক চাকা নিয়ে ঢাকায় অবতরণ করলো বিমানের ফ্লাইট, নিরাপদে ৭১ যাত্রী

সমন্বয়ক প্রান্তকে মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারে দাবি

চুয়াডাঙ্গায় ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন

প্রকাশের সময় : ১০:২২:২৯ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪

সারা দেশে ছাত্র-জনতার ওপর গণহত্যা ও গণগ্রেপ্তার, হামলা-মামলার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করেছেন চুয়াডাঙ্গার শিক্ষার্থীরা।

আজ বুধবার (৩১ জুলাই) সকাল ১০ টার দিকে চুয়াডাঙ্গা সরকারী কলেজে ও বেলা ১২ টার দিকে আলমডাঙ্গার মুন্সিগঞ্জে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

বিক্ষোভে বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ চুয়াডাঙ্গা সরকারি কলেজ, মহিলা কলেজ ছাড়াও শহরের বিভিন্ন কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ সময় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অনেকের হাতেই ছিল জাতীয় পতাকা ও মুখে লাল কাপড় বাধা।

কর্মসূচিতে অংশ নিতে আসা শিক্ষার্থীরা স্লোগান দেন ‘শিশুর বুকে বুলেট কেন, জবাব চাই, বিচার চাই’, উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘তুমি কে আমি কে’ সহ বিভিন্ন স্লোগান দেন তারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গার অন্যতম সমন্বয়ক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল সাহারিয়ার প্রান্ত’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিসহ ৯ দফা দাবি তুলে ধরা হয়। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালানোর ঘোষণা দেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, কোটা সংস্কার আন্দোলনে সরকারি বিভিন্ন বাহিনী, ছাত্রলীগ-যুবলীগ গুলি করে ছাত্র ও সাধারণ মানুষকে হত্যা করেছে। আর পুলিশ নিরীহ শিক্ষার্থীদের গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে।

আন্দোলনের আর এক সমন্বয়ক আসলাম হোসেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, হামলা করে মামলা দিয়ে ভয় দেখিয়ে শিক্ষার্থীদের যৌক্তিক এই আন্দোলন থেকে সরানো যাবে না। ৯ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাঁরা ঘরে ফিরে যাবেন না। রাজপথের আন্দোলন চলছে, চলবে।