চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (৩০ জুলাই) বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ রেল স্টেশনের অদূরে এ দূর্ঘটনা ঘটেছে।
চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার মিজানুর রহমান রেডিও চুয়াডাঙ্গাকে এ তথ্য নিশ্চিত করে বলেন, খুলনা থেকে একটি মালবাহী ট্রেন তেল নিয়ে পার্বতীপুর যাচ্ছিল। এসময় মোমিনপুর-মুন্সিগঞ্জ রেলওয়ে স্টেশনের মাঝামাঝিস্থানে পৌছালে একটি বগি লাইনচ্যুত হয়ছে। ঈশ্বরদী থেকে উদ্ধারকারি ট্রেন এসে উদ্ধারকাজ চলছে।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে পাকশি ডিভিশন লেভেল থেকে গঠন করা হয়েছে চার সদস্যের তদন্ত কমিটি।
জানা গেছে, বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) প্রহরায় খুলনা থেকে জ্বালানি তেল নিয়ে পার্বতীপুর উদ্দেশে যাচ্ছিল ট্রেনটি। পথে উপজেলার গোবিন্দপুর এলাকায় পৌঁছালে একটি বগির জয়েন্টের লক খুলে যায়। এতে একটি ট্যাংকার রেল ট্র্যাক থেকে লাইনচ্যুত হয়।
চুয়াডাঙ্গা উপসহকারী প্রকৌশলী (পথ) শ্যামল কুমার দত্ত বলেন, তেলবাহী ট্রেনের লাইনচ্যুতির ঘটনায় সাড়ে তিনশতাধিক স্লিপার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কী কারণে দুর্ঘটনা ঘটেছে, তা তদন্ত ছাড়া বলা যাবে না।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক (এসআই) বলেন, তেলবাহী একটি মাল ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। উদ্ধারকাজ চলমান রয়েছে। ঘটনাস্থলে পুলিশ, বিজিবি ও আইনপ্রয়োগকারীর সংস্থার একাধিক টিম রয়েছে।
আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ গনি মিয়া বলেন, আমি ঘটনাস্থলে পরিদর্শন করেছি। উদ্ধারকাজ চলছে বলে জেনেছি। নাশকতার হতে পারে কিনা জানতে চাইলে তিনি বলেন, নাশকতার কোন ঘটনা নয়।
[অংশিক বক্তব্য দৈনিক সমকাল থেকে নেয়া হয়েছে ]
এএইচ