চুয়াডাঙ্গা সদরের হাতিকাটায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিকে বলাৎকারের অভিযোগে সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আলমসাধু চালক হামিদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ শুক্রবার (২৬ জুলাই) আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পলাশ।
অভিযুক্ত হামিদুল ইসলাম (৪০) চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের হাতিকাটা গ্রামের আবাসন এলাকার মৃত. দিদার আলীর ছেলে।
স্থানীয় ইউপি সদস্য কাউছার আলী রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, আমিও বিষয়টি জেনেছি। এ বিষয়ে মামলা করেছে ভুক্তভোগীর বাবা। এরপর পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে বলে জেনেছি।
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) নাজিম উদ্দিন আল আজাদ রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
এএইচ