চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চারুলিয়া থেকে একই রাতে দুই কৃষকের গোয়াল ঘর থেকে দুটি গরু চুরি করে নিয়ে গেছে চোরের দল।
শুক্রবার (১২ জুলাই) দিবাগত গভীর রাতে এই চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মামুন থানায় এজাহার দায়ের করেছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করেছে।
এজাহার সূত্রে জানা গেছে, দামুড়হুদা মডেল থানার চারুলিয়া চারুলিয়া মাদ্রাসা পাড়ার রওশন আলী’র ছেলে কৃষক মামুন (৪০) এর গোয়াল ঘর থেকে ১টি লাল রঙের বকনা গরু (যার আনুমানিক বাজার মূল্য একলক্ষ টাকা) ও একই গ্রামের মৃত বাবু হোসেন এর ছেলে লাল চাঁদ (৩০) এর গোয়ালঘর হতে ১টি কালো রঙের ষাঁড় গরু (যার আনুমানিক বাজার মূল্য নব্বই হাজার টাকা) চোরের দল দিবাগত শুক্রবার গভীর রাতে চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী মামুন দামুড়হুদা মডেল থানায় হাজির হয়ে মেহেরপুর জেলার মুজিবনগর থানার মহাজনপুর (খাপাড়া) গ্রামের মৃত সুন্নত আলী শেখ এর ছেলে সেন্টু (৪৫), দামুড়হুদা উপজেলার চারুলিয়া গ্রামের কিনু খাঁ এর ছেলে মেহের আলী (৩৫), মৃত: হায়াত আলীর ছেলে কছিম উদ্দিন (৩৭), মৃত বাবুল আক্তারের ছেলে মানিক (৪৫) এবং আব্দুর রশিদের ছেলে শাহিন (৪০) এর বিরুদ্ধে একটি এজাহার দায়ের করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, আসামীরা সকলে চুরির বিষয় স্বীকার করেছেন এবং ৭০ হাজার টাকায় মীমাংসার চেষ্টা করে। ভুক্তভোগী মামুন ও লালচাঁদ তাদের সঙ্গে কোন আপোষ না করে গরু চোরদের বিরুদ্ধে এজাহার দায়ের করেন। গ্রেফতারকৃত আসামীরা বর্তমানে দামুড়হুদা মডেল থানা পুলিশের হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এবিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবীর জানান, গরু চুরির ঘটনায় ৫ জনকে গতকালই গ্রেফতার করা হয়েছে। আজ আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
এএইচ