১১:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইকুয়েডর, দেখবেন যেভাবে

রাত পোহালেই মাঠে গড়াবে কোপা আমেরিকার ৪৮তম আসরের কোয়ার্টার ফাইনাল। টুর্নামেন্টের প্রথম কোয়ার্টারে মাঠে নামছে ইকুয়েডর এবং বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়।

এদিকে সেমিফাইনালে ওঠার লড়াইয়ের দিনে লিওনেল মেসির খেলবেন কি না, তা নিয়ে জল্পনা-কল্পনা রয়েছে। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচের পর এবার কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে মেসিকে পাওয়া নিয়ে শঙ্কা জেগেছে। চিলির বিপক্ষে ডান পায়ের কুঁচকিতে চোট পেয়েছিলেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।

মেসির খেলা নিয়ে সংবাদ সম্মেলনে স্কালোনির ভাষ্য, ‘আমি মেসির সঙ্গে আলাপ করিনি। কারণ, আমার মনে হয়েছে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করাটাই যৌক্তিক। নিশ্চিতভাবেই আজ আমি কথা বলব। কারণ, ম্যাচের বাকি থাকবে একদিন আর আমার কাছে এটাই মনে হয়, সে সময় নেবে বা যতটা সম্ভব অনুশীলন করবে।’

স্কালোনি যোগ করেন, ‘ট্রেনিং এর আগে আমি তার সঙ্গে কথা বলব, আর তারপরেই সিদ্ধান্ত নেব। আগামীকাল কী করব, সেটা নিয়ে এখন পর্যন্ত তার সঙ্গে কোনো কথা আমার হয়নি। তবে কোনো তাড়াহুড়ো করার ইচ্ছে নেই।’

এদিকে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার খেলা দেখা নিয়ে সমর্থকদের প্রায়ই নানান বিড়ম্বনায় পড়তে হয়। তবে এবার সেই শঙ্কা নেই। বাংলাদেশের চ্যানেলেই পুরো টুর্নামেন্ট দেখার সুযোগ পেয়েছেন আর্জেন্টাইন ভক্তরা।

টি-স্পোর্টসে কোপার কোয়ার্টার ফাইনালসহ পুরো টুর্নামেন্ট দেখা যাবে। এ ছাড়া অনলাইনে টি-স্পোর্টস অ্যাপেও রোমাঞ্চকর এই লড়াই দেখা যাবে। অন্যদিকে ভারতের সনি ওয়ান, সনি ওয়ান এইচডি, সনি টু, সনি টু এইচডি, সনি লিভ অ্যাপেও খেলা উপভোগের সু্যোগ থাকছে। এছাড়া বিভিন্ন অ্যাপেও ম্যাচ দেখার সুযোগ আছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

জনপ্রিয় গায়ক নোবেল গ্রেপ্তার

কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইকুয়েডর, দেখবেন যেভাবে

প্রকাশের সময় : ১০:২৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪

রাত পোহালেই মাঠে গড়াবে কোপা আমেরিকার ৪৮তম আসরের কোয়ার্টার ফাইনাল। টুর্নামেন্টের প্রথম কোয়ার্টারে মাঠে নামছে ইকুয়েডর এবং বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়।

এদিকে সেমিফাইনালে ওঠার লড়াইয়ের দিনে লিওনেল মেসির খেলবেন কি না, তা নিয়ে জল্পনা-কল্পনা রয়েছে। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচের পর এবার কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে মেসিকে পাওয়া নিয়ে শঙ্কা জেগেছে। চিলির বিপক্ষে ডান পায়ের কুঁচকিতে চোট পেয়েছিলেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।

মেসির খেলা নিয়ে সংবাদ সম্মেলনে স্কালোনির ভাষ্য, ‘আমি মেসির সঙ্গে আলাপ করিনি। কারণ, আমার মনে হয়েছে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করাটাই যৌক্তিক। নিশ্চিতভাবেই আজ আমি কথা বলব। কারণ, ম্যাচের বাকি থাকবে একদিন আর আমার কাছে এটাই মনে হয়, সে সময় নেবে বা যতটা সম্ভব অনুশীলন করবে।’

স্কালোনি যোগ করেন, ‘ট্রেনিং এর আগে আমি তার সঙ্গে কথা বলব, আর তারপরেই সিদ্ধান্ত নেব। আগামীকাল কী করব, সেটা নিয়ে এখন পর্যন্ত তার সঙ্গে কোনো কথা আমার হয়নি। তবে কোনো তাড়াহুড়ো করার ইচ্ছে নেই।’

এদিকে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার খেলা দেখা নিয়ে সমর্থকদের প্রায়ই নানান বিড়ম্বনায় পড়তে হয়। তবে এবার সেই শঙ্কা নেই। বাংলাদেশের চ্যানেলেই পুরো টুর্নামেন্ট দেখার সুযোগ পেয়েছেন আর্জেন্টাইন ভক্তরা।

টি-স্পোর্টসে কোপার কোয়ার্টার ফাইনালসহ পুরো টুর্নামেন্ট দেখা যাবে। এ ছাড়া অনলাইনে টি-স্পোর্টস অ্যাপেও রোমাঞ্চকর এই লড়াই দেখা যাবে। অন্যদিকে ভারতের সনি ওয়ান, সনি ওয়ান এইচডি, সনি টু, সনি টু এইচডি, সনি লিভ অ্যাপেও খেলা উপভোগের সু্যোগ থাকছে। এছাড়া বিভিন্ন অ্যাপেও ম্যাচ দেখার সুযোগ আছে।