পুরো মাঠ দখলে রেখেও শেষ পর্যন্ত পরাজয় বরন করেছে স্লোভাকিয়া। ম্যাচের ২৫ মিনিটে গোল করে এগিয়ে যায় তারা। কিন্তু অতিরিক্ত সময়ে ৯৫ মিনিটে জুর্ড বেলিংহামের বাইসাইকেল শর্টে সমতায় ফেরে ইংলিশরা।
নিজেদের ইতিহাসে কখনোই ইংল্যান্ডকে হারতে পারেনি স্লোভাকিয়া। আর কখনোই কোনো টুর্নামেন্টের নক আউট পর্বে পায়নি জয়। আর দুটিই একবারে ঘটে যাওয়ার দ্বারপ্রান্তে ছিল।
প্রথমার্ধে গোল করে গোটা ম্যাচই লিড ধরে রাখে স্লোভাকিয়া। কিন্তু ৯৫তম মিনিটে জুড বেলিংহামের অবিশ্বাস্য ওভারহেড শটে গোলে সমতায় ফেরে ইংলিশরা।
এরপর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেই প্রথম মিনিটে গোল করে ইংলিশদের এগিয়ে রাখেন অধিনায়ক হ্যারি কেইন।
শেষ পর্যন্ত ইংল্যান্ড ম্যাচ জিতে নেয় ২-১ গোলের ব্যবধানে। আর তাতেই স্লোভাকিয়ার স্বপ্ন ভেঙে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় ইংল্যান্ড।
এএইচ