চুয়াডাঙ্গা সদর উপজেলার কিরনগাছিতে দুই মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মুকুল হোসেন (৫০) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার (১৮ জুন) রাত সাড়ে ৯টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
নিহত মুকুল হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের ঘাটপাড়ার নুর ইসলামের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য জামাত আলী মন্ডল রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, মুকুল হোসেনের মোটরসাইকেলের পিছন থেকে অপর একটি গাড়ি ধাক্কা দিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। এতে মুকুল হোসেন গুরুতর আহত হয়। পরে স্থানীয় ব্যক্তিরা মুকুল হোসেনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।
তিনি আরও বলেন, তিন কন্যা সন্তানের জনক ছিলেন মুকুল হোসেন। কৃষি কাজসহ তিনি ব্যবসা করতেন।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ সেকেন্দার আলী রেডিও চুয়াডাঙ্গাকে এ তথ্য নিশ্চিত করে বলেন, দুই মোটরসাইকেলের সংঘর্ষে এক নিহত হয়েছেন বলে জেনেছি। উর্ধ্বতন কর্মকতাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 






















