চুয়াডাঙ্গার জীবননগরে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় শুকুর হালসানা (৫৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
আজ সোমবার (১৭ জুন) সকালে জীবননগর-চ্যাংখালি সড়কের পিচমোড় নামকস্থানে এদূর্ঘটনা ঘটে।
নিহত শুকুর হালসানা জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের মৃত. সাত্তার হালসানার ছেলে।
জীবননগর থানা পুলিশের পরিদর্শকের (তদন্ত) একরাম হোসেন রেডিও চুয়াডাঙ্গা এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের দিন ফজরের নামায শেষে পায়ে হেটে বাড়ি ফিরছিলেন বৃদ্ধ শুকুর হালসানা। এসময় চ্যাংখালি সড়কের পিচমোড়ে পৌছালে পিছন থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে বৃদ্ধ শুকুর আলী ঘটনাস্থলেই মারা যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক বৃদ্ধ শুকুর হালসানাকে মৃত ঘোষনা করেন।
জীবননগর থানা পুলিশের পরিদর্শকের (ওসি) চার্জে থাকা পরিদর্শক (তদন্ত) একরাম হোসেন রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, মোটরসাইকেলের ধাক্কায় একজন নিহত হয়েছেন। সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের হতে পারে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এএইচ