সড়ক দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্য নিয়ে চুয়াডাঙ্গায় নিরাপদ সড়ক চাই- নিসচা’র উদ্যোগে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও মাইকিং প্রচার করা হয়েছে।
শনিবার (১৫ জুন) চুয়াডাঙ্গার বিভিন্ন সড়কে পথচারী, মোটরসাইকেল চালক, দূরপাল্লার বাস, ট্রাক, ব্যাটারিচালিত ইজিবাইক, রিকশা এবং পাখিভ্যান চালকদের মাঝে এই লিফলেট বিতরণ করা হয়। এছাড়া সড়ক দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্য নিয়ে জনসাধারণের মাঝে মাইকিং করে প্রচার করা হয়।
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা নিরাপদ সড়ক চাই (নিসচা)’র সভাপতি অ্যাড. মানিক আকবর, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহসাধারণ সম্পাদক জামান আখতার, দপ্তর সম্পাদক শেখ লিটন প্রমুখ।
মেহেরাব/এএইচ