চুয়াডাঙ্গার জীবননগরে বিদ্যুৎস্পৃষ্টে রাব্বি হোসেন (১০) নামের এক শিশুর করুন মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ জুন) বেলা ১১টার দিকে উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের কুলতলা গ্রামে এঘটনা ঘটে।
শিশু রাব্বি হোসেন একই গ্রামের মাঝেরপাড়ার সোহাগ হোসেনের ছেলে।
জীবননগর থানা পুলিশের পরিদর্শক (ওসি) এস এম জাবীদ হাসান রেডিও চুয়াডাঙ্গাকে এ তথ্য নিশ্চিত করে বলেন, বিদ্যুৎস্পৃষ্টে এক শিশুর মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মাফিজুর রহমান রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, সকালে রান্নাঘর থেকে আম আনার জন্য ঘরে যায় শিশু রাব্বি। এসময় আগে থেকে টিনের ঘর এবং বেড়ায় কোনভাবে বিদ্যুতের তার লিকেজ হয়ে বিদ্যুতায়িত হয়ে থাকে। এতে শিশু রাব্বি টিনের বেড়ায় হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে পরিবারের সদস্যরা রাব্বিকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মরদেহ দাফন সম্পন্ন হয়েছে।
এএইচ